আরও এক তারকা ফুটবলারের চোট, পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে কাদের নিয়ে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট?

চলতি আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে একাধিক তারকা ফুটবলার চোট পাওয়ায় চাপে পড়ে গিয়েছেন প্রধান কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা।

গ্রেগ স্টেওয়ার্ট, দিমিত্রিওস পেট্রাটস, শুভাশিস বসুর পর মনবীর সিং। মোহনবাগান সুপার জায়ান্টের একের পর এক তারকা ফুটবলার চোট পাওয়ায় প্রবল চাপে পড়ে গিয়েছেন প্রধান কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা। বৃহস্পতিবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসি-র মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। তার আগের দিন অনুশীলনে চোট পেলেন মনবীর। বুধবার অনুশীলনের সময় ডান পায়ে চোট পান এই তারকা ফুটবলার। তিনি চোট পাওয়ার পর অনুশীলনের মাঝপথেই মাঠ ছাড়েন। মাঠের বাইরে বসে ডান পায়ের বুট খুলে ফেলেন মনবীর। তাঁর মুখ দেখে মনে হচ্ছিল পায়ে যন্ত্রণা হচ্ছে। তিনি ড্রেসিংরুমে ফেরার সময় খোঁড়াতে থাকেন। এরপর দেখা যায়, মনবীরের ডান পায়ে স্ট্র্যাপ জড়ানো। ফলে বৃহস্পতিবার এই তারকা ফুটবলারের পক্ষে খেলা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

পাঞ্জাবের বিরুদ্ধে কারা খেলবেন?

Latest Videos

বুধবার দিল্লি রওনা হয় মোহনবাগান সুপার জায়ান্ট দল। পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে দল সাজাতে গিয়ে সমস্যায় মলিনা। চোট নিয়েই শুভাশিস খেললে রক্ষণে কোনও বদল হচ্ছে না। সেন্টার ব্যাক হিসেবে খেলবেন আলবার্তো রডরিগেজ ও টম আলড্রেড। রাইট ব্যাক হিসেবে খেলবেন আশিস রাই এবং লেফট ব্যাক হিসেবে খেলবেন শুভাশিস। মাঠমাঠে খেলবেন আপুইয়া, লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ। মনবীর খেলতে না পারলে তাঁর পরিবর্তে প্রথম একাদশে থাকতে পারেন অনিরুদ্ধ থাপা। স্ট্রাইকার হিসেবে থাকতে পারেন জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন।

একাধিক ফুটবলারের চোটেও জয়ের লক্ষ্যে মলিনা

পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগের দিন মলিনা বলেছেন, ‘আমাদের দলের কয়েকজন ফুটবলার চোট পাওয়ায় বিকল্প কম। আমাদের দলের সবাই ভালো ফুটবলার। সবাই প্রথম একাদশে আসতে পারে। তবে আমরা তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi : মহিলা ও কৃষকদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, দেখুন ভিডিও
Bhool Bhulaiyaa 3-র গানে অদ্ভুত নাচ ভক্তের! দেখুন সেই ভিডিও #shorts #shortsvideo #shortsviral
৩০ দিন ঘরে নিখোঁজ ছেলে! জীবিত অবস্থায় ফিরিয়ে দাও...না হলে' কাতর আর্তি বাবার |North 24 Parganas News
Mamata banerjee-কে সরাসরি তোপ দাগলেন BJP নেত্রী Agnimitra Paul! দেখুন কী বললেন | Agnimitra Paul News
'বাংলাদেশ ও রোহিঙ্গা মুসলমানরা আপনাকে বাঁচাতে পারবে না দিদি' Mamata কে বেলাগাম আক্রমণ Giriraj এর