Mohun Bagan: 'অন্য ক্লাবের মতো আমাদের ক্লাবে গণ্ডগোল নেই, তাই সাফল্য আসে' অকপট দেবাশিস

জয়ের পরেই মুখ খুললেন মোহনবাগান কর্তা। 

চলতি আইএসএলে (Indian Super League 2024-25) অন্যতম ধারাবাহিক দল হল মোহনবাগান (Mohun Bagan)। তা যেন আবারও প্রমাণিত। ঘরের মাঠে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ শিল্ডের শিরোপা মোহনবাগানের দখলেই। এই নিয়ে পরপর দুবার। আর ম্যাচ শেষে বাইরে বেরোতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত।

তাঁর কথায়, “এটা একদিনের একটা ম্যাচ বা একটা গোলের বিষয় নয়। দলের প্রত্যেক ফুটবলারের ধারাবাহিকভাবে অক্লান্ত পরিশ্রম, গোটা দলের পারফরম্যান্স, টিম অফিসিয়াল, ক্লাব এবং কর্তৃপক্ষের সংঘবদ্ধ সাফল্য এটি। এমন অনেক ক্লাব আছে, যেখানে ক্লাব এবং কোম্পানির মধ্যে গণ্ডগোল লেগে আছে। অথচ গত তিন বছরে কোনওদিন শুনবেন না যে, মোহনবাগানে কোনও গণ্ডগোল আছে। আসলে আমরা একসঙ্গে কাজ করি, তাই সাফল্য আসে।”

Latest Videos

ISL: শেষ মুহূর্তে পেত্রাতোস ম্যাজিক! ঘরের মাঠে ওড়িশাকে বধ করে লিগ শিল্ড পকেটে মোহনবাগানের

দেবাশিসবাবুর মতে, “আমাদের প্লেয়াররাও একজোট হয়ে খেলে। এই দিমিকে নিয়েও কয়েকদিন আগে প্রশ্ন উঠেছিল। ম্যাকলারেন এবং কামিন্সকে নিয়েও প্রশ্ন হয়েছে। আজ প্রমাণিত, এরা প্রত্যেকেই যোগ্য এবং এরাই মোহনবাগানকে আজ এই জায়গায় নিয়ে এল। এমনকি, আমাদের ডিফেন্স লাইন। ৯০ মিনিট তো এই ডিফেন্স লাইনই গোল খায়নি। হ্যাঁ, তবে দিমির গোল করাটা খুব দরকার ছিল।”

মোহনবাগান কর্তা আরও যোগ করেছেন, “সুযোগ তৈরি করেছে অনেক। এই সুযোগ তৈরি করাটাই সাফল্য। সব সুযোগ থেকে হয়ত গোল হবেনা। কিন্তু চেষ্টা জারি ছিল প্রতিনিয়ত। আমি আপ্লুত। তবে হ্যাঁ, চ্যাম্পিয়ন হওয়ার একটা চাপ তো ছিলই দলের উপর। তারপরেও যে দলটা চ্যাম্পিয়ন হতে পেরেছে, এটাই অনেক বড় পাওনা।”

সবমিলিয়ে, আইএসএল লিগ শিল্ড (ISL League Shield) চ্যাম্পিয়ন হয়ে বেশ হালকা মেজাজেই দেখা গেল মোহনবাগান কর্তা দেবাশিস দত্তকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের বিসর্জনের আগে রাজ্যে কোন চাকরি হচ্ছে না' সাফ বুঝিয়ে দিলেন | Suvendu Adhikari on OBC
ফাঁকা চাষের জমিতে মহিলার দেহ উদ্ধার! আমডাঙায় তীব্র চাঞ্চল্য | Amdanga Murder Case | Bangla News
'হিন্দুরা মুসলিমদের মাঝে একদমই সুরক্ষিত নয়' বুঝিয়ে দিলেন যোগী আদিত্যনাথ | CM Yogi Adityanath
Nadia News Today: আধার কার্ডে মহা গোলমাল! এক নম্বরেই দুই পরিচয়, পুলিশের দ্বারস্থ দুই নারী
‘London-এ নারী সুরক্ষার বড়াই বাংলায় নারীদের অবহেলা!’ Mamata Banerjee-কে তোপ Adhir Ranjan Chowdhury-র