ISL: শেষ মুহূর্তে পেত্রাতোস ম্যাজিক! ঘরের মাঠে ওড়িশাকে বধ করে লিগ শিল্ড পকেটে মোহনবাগানের

Published : Feb 23, 2025, 09:30 PM ISTUpdated : Feb 23, 2025, 11:26 PM IST
ISL: শেষ মুহূর্তে পেত্রাতোস ম্যাজিক! ঘরের মাঠে ওড়িশাকে বধ করে লিগ শিল্ড পকেটে মোহনবাগানের

সংক্ষিপ্ত

মোহনবাগানের জয়। 

১-০ গোলে মোহনবাগানের জয়। 

কেন মোহনবাগানকেই জাতীয় ক্লাব বলা হয়? ঠিক কোন যুক্তিতে এই মুহূর্তে সবথেকে শক্তিশালী তারা? সেই প্রমাণ তো মাঠে দিতে হয়। আর সেটাই করে দেখাল সবুজ মেরুন ব্রিগেড।

 চলতি আইএসএলে (Indian Super League 2024-25) অন্যতম ধারাবাহিক দল হল মোহনবাগান (Mohun Bagan)। তা যেন আবারও প্রমাণিত। ঘরের মাঠে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ শিল্ডের শিরোপা মোহনবাগানের দখলেই। এই নিয়ে পরপর দুবার। 

এদিন গোটা যুবভারতী জুড়ে শুরু থেকেই ছিল সবুজ মেরুন সমর্থকদের উন্মাদনা। সেইসঙ্গে, বাঁধনহারা উচ্ছ্বাস। এদিন তারা একাধিক টিফো বানিয়ে এনেছিলেন। যেমন একটি টিফোতে লেখা ছিল ‘The Goenka Mantra’। আরেকটিতে লেখা ছিল ‘সঞ্জীবনী টোটকা From Mr. GOENKA হিংসা নয়, চেষ্টা করো’।

শুধু তাই নয়, ‘হে হে! ওটা নকল, আসল রসগোল্লা শুধু আমাদের, কি বলিস, বোঁচা!’ এমনকি, এনএফএল, আই লিগ এবং আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন লিখে ‘Then Now Forever’ লেখা টিফোও দেখা গেল।

ম্যাচ জয়ের পর, দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার মুখের মিষ্টি হাসি এবং কোচ জোসে মোলিনার লাফিয়ে উঠে সেলিব্রেশনই বুঝিয়ে দিচ্ছিল যে, একটা দল কি পরিমাণ ডেডিকেশন নিয়ে জিততে নেমেছিল। একটা গোটা দলের টিম কম্বিনেশনের প্রমাণ যেন হাতেনাতে পাওয়া গেল আবারও।

রবিবারের যুবভারতীতে ওড়িশা এফসিকে হারাতে পারলেই পরপর দুবার দেশের এক নম্বর লিগ জয়ের অন্যতম সেরা কৃতিত্ব অর্জন করার সুযোগ ছিল সবুজ মেরুনের সামনে। অর্থাৎ, ওড়িশা এফসিকে হারাতেই হত। কিন্তু ৬০ হাজার দর্শককে অপেক্ষা করতে হল একেবারে শেষ মুহূর্ত অবধি।

 

 

তবে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মোহনবাগান। দুটি উইংকে ব্যবহার করে বারবার আক্রমণে উঠে আসছিল সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু গোলের দেখা যেন কিছুতেই মিলছিল না। তবে এদিন যেন জয়ের জন্যই মাঠে নেমেছিল মোহনবাগান।

আর সেই বহু কাঙ্ক্ষিত গোলটি এল অতিরিক্ত সময়ে। পেনাল্টি বক্সের ডানপ্রান্ত থেকে মনবীরের বাড়ানো বল পেয়েই ওড়িশার গোলপোস্ট লক্ষ্য করে আড়াআড়ি জোরালো শট নেন দিমিত্রি পেত্রাতোস এবং দুরন্ত গোল। গোটা গ্যালারি যেন আনন্দে তখন উদ্বেল।

সেই জয়সূচক গোলের সুবাদেই ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়ে পরপর দুবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান। আর এই জয়ের সুবাদে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেল সবুজ মেরুন ব্রিগেড।

অন্যদিকে, আগামী মরশুমে ফের একবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার যোগ্যতা অর্জন করে ফেলল জোসে মোলিনার ছেলেরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে