ISL 2024-25: দেখে নিন আইএসএল প্লে অফের ক্রীড়াসূচি, খেলা হবে কোন কোন দিন?

Published : Mar 12, 2025, 12:52 AM ISTUpdated : Mar 12, 2025, 12:33 PM IST
INDIAN SUPER LEAGUE

সংক্ষিপ্ত

এবার শুরু হবে আইএসএল (Indian Super League 2024-25) প্লে-অফ পর্বের (Play off match) খেলা। কিন্তু কোন দল কোন দলের মুখোমুখি হবে?

ISL 2024-25: চলতি আইএসএলে (ISL 2024-25) গ্রুপ পর্বের খেলায় নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে প্লে-অফে খেলা কার্যত নিশ্চিত করে ফেলেছে মুম্বই সিটি এফসি। মঙ্গলবার, অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুকে ২-০ গোলে হারিয়ে দেয় তারা। আর এই জয়ের ফলেই লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এল মুম্বই। সেইসঙ্গে, চূড়ান্ত হয়ে গেল প্লে-অফে সুযোগ পাওয়া মোট ৬টি দলের নাম (ISL Playoffs 2025)।

লিগ টেবিলের প্রথম ৬টি দল কারা?

মোহনবাগান, তাদের সংগ্রহে ৫৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে আছে এফসি গোয়া, যাদের ৪৮ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড, তাদের সংগ্রহে ৩৮ পয়েন্ট। তারপরেই ৩৮ পয়েন্ট নিয়ে আছে বেঙ্গালুরু এফসি। জামশেদপুর এফসি রয়েছে পাঁচ নম্বরে, তাদেরও ৩৮ পয়েন্ট এবং এদিন জিতে ষষ্ঠ স্থানে চলে এল মুম্বই সিটি এফসি। তাদের মোট পয়েন্ট ৩৬।

তবে প্লে-অফের চূড়ান্ত সূচি এখনও ঘোষণা করেনি আইএসএল কর্তৃপক্ষ। তাই এখনও ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। তবে প্লে-অফে কার বিরুদ্ধে কোন দল খেলবে তা কিন্তু ঠিক হয়ে গেছে। প্রথম নকআউট ম্যাচে চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে (ISL Playoffs Schedule)।

দ্বিতীয় নকআউট ম্যাচটিতে তৃতীয় এবং ষষ্ঠ স্থানে থাকা দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এরপর দুটি নকআউট ম্যাচে জয়ী দলগুলি আবার প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করা মোহনবাগান এবং গোয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে (ISL Playoffs 2025 Schedule)।

সূত্রের খবর, প্লে-অফের ম্যাচগুলি ২৯ এবং ৩০ মার্চ হতে পারে। আর সেমিফাইনালের প্রথম পর্ব হতে পারে ৬ এপ্রিল এবং দ্বিতীয় পর্ব হতে পারে ৭ এপ্রিল।

প্লে অফের সূচি ঠিক কেমন হতে পারে?

নকআউট ১: বেঙ্গালুরু এফসি বনাম জামেশদপুর এফসি

নকআউট ২: নর্থইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি এফসি

সেমিফাইনাল ১ (দুটি পর্ব): মোহনবাগান বনাম নকআউট ১-এর বিজয়ী দল

সেমিফাইনাল ২ (দুটি পর্ব): এফসি গোয়া বনাম নকআউট ২-এর বিজয়ী দল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?