ISL: দলের উপর অগাধ ভরসা কুয়াদ্রাতের, একটি ম্যাচ দিয়েই সবকিছু বিচার করতে চাইছেন না কোচ

প্রথম ম্যাচে হারলেও দলের ফুটবলারদের উপর অগাধ ভরসা রাখছেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)।

প্রথম ম্যাচে হারলেও দলের ফুটবলারদের উপর অগাধ ভরসা রাখছেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)।

প্রসঙ্গত, আইএসএল-এর (Indian Super League 2024-25) আগের চারটি মরশুমে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি ইস্টবেঙ্গল। এবারেও তাই। শনিবার, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ গোলে হেরে আইএসএল (ISL) অভিযান শুরু করেছে লাল হলুদ ব্রিগেড। তবে আশা ছাড়ছেন না লাল হলুদ হেডস্যার।

Latest Videos

তবে বিদেশি দুই ডিফেন্ডারকে একসঙ্গে খেলিয়েও রক্ষণের ফাঁকফোকর বন্ধ করতে পারেনি ইস্টবেঙ্গল। বিশেষত ৫৭ মিনিটে, মাদিহ তালাল নামার পর তফাত বোঝা গিয়েছে ভালোমতোই। সেইসঙ্গে, লালচুংনুঙ্গা লাল কার্ড দেখার ফলে পরের ম্যাচেও ডিফেন্স নিয়ে চাপ কাটবে না তাদের।

কিন্তু কুয়াদ্রাত বলছেন, “ছেলেরা গোল করার অনেক চেষ্টা করেছে। ওরা বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছে। তবে তা কাজে লাগাতে পারিনি আমরা। ফুটবলে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। বেঙ্গালুরুর মতো প্রতিপক্ষের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট না করলেই ভালো হত। তবে শুরুটা আমরা খারাপ করিনি। সময়ের সঙ্গে সঙ্গে দল আরও উন্নতি করবে।”

তিনি আরও যোগ করেছেন, “দলের তরুণ ফুটবলাররা যথেষ্ট ভালো খেলেছে। আসলে ওরা নিয়মিত কলকাতা লিগ খেলছে। ফলে, ফিটনেসের দিক থেকে ভালো জায়গায় আছে দল। আজ হয়ত গোল করতে পারেনি। তবে ওদের পারফরম্যান্স আমাদের জন্য ভীষণই ইতিবাচক একটা বিষয়।”

উল্লেখ্য, আমন-বিষ্ণু ছাড়াও রিজার্ভ দলের জেসিন টিকে এবং সায়ন বন্দ্যোপাধ্যায় বেঙ্গালুরু ম্যাচে দলে ছিলেন। কুয়াদ্রাতের সহকারী কোচ বিনো জর্জের সঙ্গে তারা অবশ্য রবিবার দুপুরের বিমানে শহরে ফিরে কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন।

তবে ইস্টবেঙ্গলের বাকি ফুটবলাররা শহরে ফিরলেন রবিবার সন্ধ্যায়। সাধারণত অ্যাওয়ে ম্যাচ খেলে ফিরলে পরদিন রিকভারি সেশনই করানো হয়। কিন্তু সোমবার, ফুটবলাররা পুরোদমেই অনুশীলন করলেন বলে জানা যাচ্ছে। আগামী ২২ সেপ্টেম্বর পরবর্তী ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury