চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাত পদত্যাগ করার পর নতুন প্রধান কোচ হিসেবে এসেছেন অস্কার ব্রুজোঁ। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।
রবিবারই প্রথমবার অনুশীলন করালেন ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। এদিন নিজেদের ক্লাবের মাঠে অনুশীলন করল ইস্টবেঙ্গল।
শনিবার কলকাতা ডার্বিতে দলের খেলা দেখেছেন। এবার অনুশীলনের মাধ্যমে ইস্টবেঙ্গলের সমস্যা বুঝে নিয়ে সমাধানের লক্ষ্যে নতুন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ।
চলতি আইএসএল-এ ৫ ম্যাচ খেলে সব ম্যাচেই হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। কঠিন পরিস্থিতিতে দলের দায়িত্ব নিয়েছেন অস্কার ব্রুজোঁ।
মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এখন সেই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত অস্কার ব্রুজোঁ।
সোমবার সকালে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলনের পর ভুবনেশ্বরে যাবেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা।
শনিবার ভোরে কলকাতায় এসেই সন্ধেবেলা ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন অস্কার ব্রুজোঁ। তিনি দলের ভুল-ত্রুটি খুঁজে পেয়েছেন।
শনিবার কলকাতা ডার্বিতে হেরে যাওয়ায় অস্কার ব্রুজোঁর উপর শুরুতেই চাপ তৈরি হয়েছে। ওড়িশা এফসি ম্যাচেও জয় না পেলে চাপ বাড়বে।