ISL: ইস্টবেঙ্গলের অসুখ কি তিনি ধরে ফেলেছেন? ম্যাচ হেরেও অস্কারের গলায় ইতিবাচক দিক

Published : Oct 20, 2024, 02:52 PM ISTUpdated : Oct 20, 2024, 08:07 PM IST

ফের ডার্বি হার ইস্টবেঙ্গলের। শুধু তাই নয়, চলতি আইএসএলে টানা পাঁচ ম্যাচে পরাজয়।

PREV
110
আইএসএল (ISL) ডার্বির রঙ সবুজ মেরুন

চলতি প্রতিযোগিতার মেগা বড় ম্যাচে জয় মোহনবাগানের (Mohun Bagan)।

210
মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে ২-০ গোলে হার ইস্টবেঙ্গলের (East Bengal)

আর এরপরেই মুখ খুললেন লাল হলুদের নতুন হেডস্যার অস্কার ব্রুজো (Oscar Bruzon)।

310
তিনি কলকাতায় পা রাখেন শনিবার ভোরবেলায়

কিন্তু ঠিক সেদিন সন্ধ্যার ডার্বিতেই (Derby) প্রধান কোচ হিসেবে বসে পড়েন ইস্টবেঙ্গল ডাগআউটে (Dug Out)।

410
মাত্র কয়েক ঘণ্টা হোটেলে ঘুমিয়েই মাঠে চলে আসেন লাল হলুদ কোচ

অস্কার ব্রুজো নিজেও ভীষণ উত্তেজিত ছিলেন এদিন।

510
ম্যাচের পর অনেক কথাই জানালেন

অস্কারের কথায়, “দলের মধ্যে বেশ কিছু ইতিবাচক দিক আমি খুঁজে পেয়েছি। তাছাড়া খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়াও রয়েছে। যারা মাঠে নেমে খেলেছে, তাদের মানসিকতার মধ্যেও ইতিবাচক ভাব লক্ষ করেছি।”

610
তিনি আরও যোগ করেছেন

ব্রুজো বলছেন, “আমি দেখতে চেয়েছিলাম যে, দল কতটা তৈরি হয়েছে। তাই ডাগআউটে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই মরশুমে ইস্টবেঙ্গল যতগুলো ম্যাচ খেলেছে, সবকটিই আমি দেখেছি এবং চেষ্টা করেছি ভুলভ্রান্তিগুলোকে খুঁজে বের করার।”

710
আর কী কী বললেন অস্কার (Oscar Bruzon)?

তাঁর মতে, “মোহনবাগান যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে। সব বিভাগেই মাঠে আমাদের পিছনে ফেলেছে। ওরা অনেক বেশি সুযোগ তৈরি করেছে। সেই সুযোগকে কাজে লাগিয়েছে এবং জিতেছে।”

810
ব্রুজো যা জানালেন

“আমরা অনেককিছুই পারিনি। শারীরিক দিক থেকে ওরা অনেক বেশি এগিয়ে ছিল। আমাদের দলেও মাদিহ তালাল, দিয়ামানতাকোস, সল ক্রেসপোর মতো ফুটবলাররা রয়েছে। তাই শারীরিক ভাবে আমরাও টেক্কা দিতে পারি।”

910
অস্কার দলের অসুখ ধরে ফেলেছেন

তিনি বলছেন, “আমাদের দল পাঁচ ম্যাচে মোট ১১টি গোল খেয়েছে। সেই বিষয়ে তো নজর দিতেই হবে।”

1010
শেষপর্যন্ত, কবে জয়ের মুখ দেখে ইস্টবেঙ্গল সেটাই এখন দেখার বিষয়

লাল হলুদ জনতাও তাকিয়ে সেদিকে। 

click me!

Recommended Stories