আইএসএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে মহামেডান (Mohammedan Sporting Club)। এবার সামনে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।
শেষ ম্যাচে সবুজ মেরুনের কাছে পরাজিত হয়েছে মহামেডান।
ম্যাচের আগে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভও বেশ আত্মবিশ্বাসী।
চেরনিশভের (Andre Chernyshov) কথায়, “চলতি লিগে কেরালা সব ম্যাচেই গোল করেছে। ফলে, ওদের আক্রমণের শক্তি নিয়ে কোনও সন্দেহ নেই আমাদের।”
“আমরা নিজেরাই শেষ ম্যাচে প্রতিপক্ষকে গোল করার সুযোগ করে দিয়েছি। তবে অনুশীলনে সেইসব ভুলে গিয়ে শুধরে নেওয়ার উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে।”
আন্দ্রে চেরনিশভের কথায়, “কেরালার বিরুদ্ধে আমাদের রক্ষণকে পুরোপুরি ঠিক রাখতে হবে।”
ওদিকে আবার কর্নার থেকে উড়ে আসা বল ঠেকানোর উপরও জোর দিলেন চেরনিশভ।
ঘরের মাঠে তিন পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপাবে সাদাকালো ব্রিগেড।
রক্ষণ থেকে মাঝমাঠ, দখলে রাখার পরিকল্পনা মহামেডানের।
জিততে মরিয়া মহামেডান।
জানা যাচ্ছে, মোটামুটি মোহনবাগান ম্যাচের মতোই থাকবে দল। তবে দুটি পরিবর্তন হতে পারে।