110

রবিবার, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কেরালার বিরুদ্ধে নামছে সাদাকালো ব্রিগেড
শেষ ম্যাচে সবুজ মেরুনের কাছে পরাজিত হয়েছে মহামেডান।
210
কিন্তু ঘুরে দাঁড়াতে মরিয়া তারা
ম্যাচের আগে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভও বেশ আত্মবিশ্বাসী।
310
তিনি কী বলছেন?
চেরনিশভের (Andre Chernyshov) কথায়, “চলতি লিগে কেরালা সব ম্যাচেই গোল করেছে। ফলে, ওদের আক্রমণের শক্তি নিয়ে কোনও সন্দেহ নেই আমাদের।”
410
তিনি আরও যোগ করেছেন,
“আমরা নিজেরাই শেষ ম্যাচে প্রতিপক্ষকে গোল করার সুযোগ করে দিয়েছি। তবে অনুশীলনে সেইসব ভুলে গিয়ে শুধরে নেওয়ার উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে।”
510
আত্মবিশ্বাসী সাদাকালো হেডস্যার
আন্দ্রে চেরনিশভের কথায়, “কেরালার বিরুদ্ধে আমাদের রক্ষণকে পুরোপুরি ঠিক রাখতে হবে।”
610
অনুশীলনের বেশিরভাগ সময় কর্নার আর ফ্রি-কিক প্র্যাকটিস করল দল
ওদিকে আবার কর্নার থেকে উড়ে আসা বল ঠেকানোর উপরও জোর দিলেন চেরনিশভ।
710
লিগের লড়াইতে টিকে থাকতে গেলে এই ম্যাচে জিততেই হবে মহামেডানকে
ঘরের মাঠে তিন পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপাবে সাদাকালো ব্রিগেড।
810
ফোকাস এখন শুধুই কেরালা
রক্ষণ থেকে মাঝমাঠ, দখলে রাখার পরিকল্পনা মহামেডানের।
1010
দল কেমন সাজাবেন কোচ?
জানা যাচ্ছে, মোটামুটি মোহনবাগান ম্যাচের মতোই থাকবে দল। তবে দুটি পরিবর্তন হতে পারে।