ISL: প্রথম ম্যাচই ড্র! বাগানের বিরুদ্ধে কি মুম্বইয়ের নৈতিক জয়? যা জানালেন দুই দলের কোচ

ড্র দিয়েই নিজেদের আইএসএল (ISL 2024-25) অভিযান শুরু করল মোহনবাগান (Mohun Bagan)। মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে তারা ড্র করল ২-২ গোলে।

Subhankar Das | Published : Sep 13, 2024 7:30 PM IST
18
আইএসএল-এর প্রথম ম্যাচে মাঠে নামল মোহনবাগান

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল সবুজ মেরুন ব্রিগেড।

28
এগিয়ে গিয়েও ড্র

প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাগান শিবির। মুম্বই সিটি এফসি ডিফেন্ডার তিরির আত্মঘাতী গোল এবং তারপর আলবার্তোর গোলে ম্যাচে লিড নেয় তারা।

38
কিন্তু সেই লিড ধরে রাখতে ব্যর্থ

দ্বিতীয়ার্ধে ম্যাচ ফেরৎ আসে মুম্বই।

48
একাধিক আক্রমণ তুলে আনে তারা

মুম্বই সিটি এফসির হয়ে গোল করেন তিরি এবং ক্রোমা।

58
ম্যাচের পর মোলিনা কী বললেন?

তিনি বলছেন, “আমাদের আরও উন্নতি করতে হবে।”

68
দীপেন্দু বিশ্বাসের খেলায় বেশ খুশি বাগান কোচ

মোহনবাগান হেডস্যার জোসে মোলিনার কথায়, “দীপেন্দু দারুণ খেলেছে।”

78
অন্যদিকে মুম্বই কোচও অনেককিছুই বললেন

তাঁর মতে, “আমরা কলকাতা হারতে আসিনি।”

88
তিনি আর কী জানালেন?

মুম্বই সিটি এফসি কোচ ক্র্যাটকির কথায়, “ছেলেরা দুরন্ত লড়াই করেছে।”

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos