ISL: প্রথমবার আইএসএল-এর মঞ্চে মহামেডান, নিজেদের প্রমাণ করতে মরিয়া সাদাকালো ব্রিগেড
আইএসএলে (Indian Super League 2024-25) প্রথমবারের জন্য খেলতে নামছে মহামেডান (Mohammedan Sporting Club)। আর তার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী গোটা সাদাকালো ব্রিগেড।
গত মরশুমে আই লিগ ট্রফি জিতে আইএসএলে খেলার ছাড়পত্র হাসিল করে মহামেডান স্পোর্টিং ফুটবল দল।
ইতিমধ্যেই ইনভেস্টর সংক্রান্ত সমস্যা মিটিয়ে ফেলেছেন কর্তারা
আসন্ন আইএসএল-এর জন্য দুই ইনভেস্টর শ্রাচী স্পোর্টস এবং বাঙ্কারহিলের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি সেরে ফেলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব।
বোর্ড অফ ডিরেক্টরসে কারা কারা রইলেন?
ক্লাবের তরফ থেকে রয়েছেন তিনজন প্রতিনিধি। অন্যদিকে, ২ জন করে প্রতিনিধি থাকবেন দুই ইনভেস্টরের পক্ষ থেকে।
দলের কোচ আন্দ্রে চেরনিশভ কী বলছেন?
তাঁর কথায়, “আই লিগ কিংবা আইএসএল, প্রতিটা ম্যাচেই লড়াই ১১ বনাম ১১। তবে এটা ঠিক যে, আইএসএল-এর মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। কারণ, একাধিক জাতীয় দলের ফুটবলারদের বিরুদ্ধে আমাদের খেলতে হবে।”
সমর্থকদের মুখে হাসি ফোটাতে মরিয়া গোটা দল
তাই অনুশীলন চলছে জোরকদমে।
ভালো ফুটবল উপহার দিতে বদ্ধপরিকর
তাই সাদকালো ব্রিগেডের ফোকাসে এখন শুধুই আইএসএল।
দলের অন্যতম ফুটবলার সামাদ আলি মল্লিক যা জানালেন
তিনি বলছেন, “কিছু পুরনো ফুটবলার আমাদের দলে রয়েছে এবং কয়েকজন নতুন এসেছে। তবে আমরা সবাই কঠোর অনুশীলন করছি। তাই আমরা আত্মবিশ্বাসী।”
প্রথম ম্যাচ কাদের বিরুদ্ধে?
আসন্ন আইএসএলে মহামেডান স্পোর্টিং ফুটবল দলের প্রথম ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।