প্রথমার্ধেই জোড়া লাল কার্ড, মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে চাপে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল-মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচকে এখন ‘মিনি কলকাতা ডার্বি’ হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু ‘মিনি ডার্বি’ নয়, আসল কলকাতা ডার্বির মতোই উত্তেজনা দেখা যাচ্ছে।

৩০ মিনিটের মধ্যে জোড়া লাল কার্ড! কলকাতা ডার্বির ইতিহাসে বোধহয় অতীতে কোনওদিন হয়নি। শনিবার আইএসএল-এর ইতিহাসে প্রথমবার মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল। লিগ টেবলে সবার শেষে আছে এই দুই দল। কিন্তু কলকাতা ডার্বিতে কোনও অঙ্ক চলে না। শনিবারও ঠিক সেটাই দেখা গেল। শুরু থেকেই উত্তেজনা ছিল। ২৮ মিনিটে বল দখলের লড়াইয়ের সময় মহামেডান স্পোর্টিংয়ের মিডফিল্ডার অমরজিৎ সিং কিয়ামের মুখে আঘাত করেন নন্দকুমার শেখর। এর আগে তাঁর জার্সি টেনে ধরেছিলেন অমরজিৎ। রেফারি হরিশ কুণ্ডু অমরজিৎকে হলুদ কার্দ দেখানোর পর নন্দকুমারকে লাল কার্ড দেখান। এর ৩৬ সেকেন্ডের মধ্যে মাথা গরম করে মাঠের ভিতর পড়ে থাকা জলের বোতল লাথি মেরে সরিয়ে দেন নাওরেম মহেশ সিং। এর আগে ৭ মিনিটে হলুদ কার্ড দেখেছিলেন মহেশ। তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন রেফারি। জোড়া লাল কার্ড দেখে শুরুতেই চাপে পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল।

প্রথমার্ধের শেষে ফল গোলশূন্য

Latest Videos

প্রথমার্ধের শেষে ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং গোল করতে পারেনি। জোড়া লাল কার্ড দেখার আগে একাধিক সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। মাঝমাঠ থেকে বল নিয়ে একাই বক্সে ঢুকে পড়েছিলেন দিমিত্রিওস দিয়ামান্তাকস। কিন্তু তিনি গোল করতে পারেননি। এরপর তাঁকে বক্সের মধ্যে ফাউল করা হয়। কিন্তু রেফারি ও সহকারী রেফারি জানান, বক্সের বাইরে ফাউল হয়েছে। ফলে ফ্রি-কিক দেওয়া হয়। মাদিহ তালালের ফ্রি-কিক সেভ করে দেন মহামেডান স্পোর্টিংয়ের গোলকিপার ভাস্কর রায়। মহামেডান স্পোর্টিংও একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু আনোয়ার আলি, হিজাজি মাহের, প্রভসুখন সিং গিলরা সজাগ থাকায় গোল পায়নি মহামেডান স্পোর্টিং।

দ্বিতীয়ার্ধে কী করবে ইস্টবেঙ্গল?

৯ জনে ৬০ মিনিট খেলা অত্যন্ত কঠিন। ইস্টবেঙ্গলকে সেই কাজটাই করতে হচ্ছে। দ্বিতীয়ার্ধে একাধিক ফুটবলার পরিবর্তন করে ম্যাচ ড্র করার চেষ্টা করতে পারেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। তবে এই ম্যাচ ড্র করা কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'৯-১১' চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা কী ছিল? লড়াইয়ের রহস্য ফাঁস ইস্টবেঙ্গল কোচের

মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৯ জনের লড়াই, চলতি আইএসএল-এ প্রথম পয়েন্ট ইস্টবেঙ্গলের

ভুটানে ইতিহাস, অপরাজিতভাবে এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
আঁতকে ওঠা দৃশ্য! মাটি খুঁড়তে গিয়ে এ কী বেরিয়ে গেল! আতঙ্কে নদীয়ার হবিবপুর! | Nadia News Today
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh