'মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে লড়াই করবে ইস্টবেঙ্গল,' আত্মবিশ্বাসী বিনো জর্জ

রাত পোহালেই আইএসএল-এ কলকাতা ডার্বি। চলতি আইএসএল-এ টানা চার ম্যাচে হারের পর মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল।

Soumya Gangully | Published : Oct 18, 2024 12:50 PM IST / Updated: Oct 18 2024, 07:04 PM IST

'আমাদের উপর কোনও চাপ নেই। হয়তো মোহনবাগান চাপে আছে।' বলেই হেসে উঠলেন ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অন্তর্বর্তী প্রধান কোচ বিনো জর্জ। শনিবার কাকভোরে কলকাতায় পা রাখছেন ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। তবে বিনো যেহেতু প্রধান কোচ হিসেবে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক করলেন, এই কারণে তিনিই শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে থাকবেন। অস্কার রিজার্ভ বেঞ্চে থাকবেন কি না এখনও স্পষ্ট নয়। ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের প্রধান কোচ হিসেবে কাজ চালানোর পাশাপাশি কার্লেস কুয়াদ্রাতের পদত্যাগের পর থেকে সিনিয়র দলেরও দায়িত্ব পালন করছেন বিনো। ফলে তিনি আত্মবিশ্বাসী, শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে লড়াই করবে ইস্টবেঙ্গল।

নজরে আনোয়ার আলি

Latest Videos

শনিবার ইস্টবেঙ্গল রক্ষণ সামলাবেন গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলা হেক্টর ইয়ুস্তে ও আনোয়ার আলি। বিপক্ষ দলের আক্রমণের ধার বেড়েছে। ফলে রক্ষণ আগলাতে হলে আনোয়ার ও হেক্টরকে সেরা পারফরম্যান্স দেখাতে হবে। মাঠের বাইরে অনেক লড়াই করে মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে ইস্টবেঙ্গলের যোগ দিয়েছেন আনোয়ার। ফলে শনিবারের ম্যাচ তাঁর কাছে বড় পরীক্ষা। ভালো পারফরম্যান্স দেখাতে না পারলে বিপক্ষ শিবিরের ব্যঙ্গের মুখে পড়তে হবে। সেটা জানেন আনোয়ার। এই কারণে তিনি ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া।

দলের খেলায় খুশি বিনো

গত ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে ছিলেন বিনো। সেই ম্যাচেও হেরে যায় তাঁর দল। তবে ফল নিজেদের পক্ষে না গেলেও, দলের খেলায় খুশি বিনো। তাঁর দাবি, দল আক্রমণ করছে। গোল পেতে হবে। চলতি আইএসএল-এ এখনও পর্যন্ত পয়েন্ট না পেলেও, শনিবারই ইস্টবেঙ্গল তিন পয়েন্ট পাবে বলে আত্মবিশ্বাসী বিনো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভিসা পেয়ে গেলেন, কলকাতা ডার্বির আগে শহরে পৌঁছবেন ইস্টবেঙ্গলের নতুন কোচ?

শনিবার কলকাতা ডার্বি শুরুর আগে মানববন্ধন, গ্যালারিতেও প্রতিবাদ, জোট বাঁধছেন সমর্থকরা

ফের পিছিয়ে গেল শুনানি, শনিবার কলকাতা ডার্বিতে খেলতে বাধা নেই আনোয়ার আলির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Asianet News Bangla Live: কৃষ্ণনগর কাণ্ডে বড় আপডেট, দেখুন সরাসরি
Shantipur-এ জমি মাফিয়ার দৌরাত্ম! সঙ্গে পুলিশের হুমকি! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা! | Shantipur News
রাতের অন্ধকারে Hazarduari লুঠ! উধাও হচ্ছে দুর্লভ প্রত্নসামগ্রী! নবাব পরিবারের তীব্র বিক্ষোভ! দেখুন
সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে নোংরা অভিযোগ দেবাংশুর, পাল্টা যা বললেন চিকিৎসক । Subarna Goswami
কুণাল ঘোষের সঙ্গে বৈঠক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের, দেখুন কী বললেন চিকিৎসক | Narayan Banerjee meet Kunal