সংক্ষিপ্ত
শনিবার আইএসএল-এ ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ হতে চলেছে। দুই শিবিরেই এই ম্যাচের প্রস্তুতি তুঙ্গে। কোচ-ফুটবলারদের পাশাপাশি সমর্থকরাও কলকাতা ডার্বির জন্য তৈরি হচ্ছেন।
ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে, শনিবার কলকাতা ডার্বির আগে শুক্রবার নিয়মমাফিক সাংবাদিক বৈঠকে প্রধান কোচ হিসেবে থাকবেন অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত বিনো জর্জ। তাঁর সঙ্গে সাংবাদিক বৈঠকে থাকবেন সল ক্রেসপো। শুক্রবার বিকেলে নিজেদের মাঠে অনুশীলন করবে ইস্টবেঙ্গল। দীর্ঘদিন পর নিজেদের ক্লাবের মাঠে অনুশীলন করে বড় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। আই লিগের সময় নিজেদের মাঠেই অনুশীলন হত। সেই সময় কলকাতা ডার্বির আগের দিন অনুশীলনে সমর্থকদের ঢল নামত। ফুটবলাররা অনুশীলনের পর ক্লাব তাঁবু ছাড়ার সময় সমর্থকদের ভিড়ে মিশে যেতেন। সব ফুটবলারের কাছেই কলকাতা ডার্বি জেতানোর আবদার করতেন সমর্থকরা। শুক্রবার লেসলি ক্লডিয়াস সরণিতে ফের সেই দৃশ্য দেখা যেতে পারে।
শনিবার ইস্টবেঙ্গলের প্রধান কোচ বিনোই?
কার্লেস কুয়াদ্রাত পদত্যাগ করার পর ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে বিনোকে দায়িত্ব দেওয়া হয়। এরই মধ্যে অস্কার ব্রুজোঁকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে অসামান্য সাফল্য পেয়েছেন অস্কার। এবার তিনি লাল-হলুদ শিবিরেও সাফল্য এনে দেবেন বলে আশা করা হচ্ছে। তবে ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ এখনও কলকাতায় এসে পৌঁছননি। তিনি সবে ভারতে আসার ভিসা পেয়েছেন। শনিবারের মধ্যে অস্কার কলকাতায় আসবেন কি না স্পষ্ট নয়। ফলে কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে বিনোই থাকতে পারেন।
ঘুরে দাঁড়াতে পারবে ইস্টবেঙ্গল?
এগিয়ে থেকেই কলকাতা ডার্বি খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি আইএসএল-এ ৪ ম্যাচ খেলে এখনও পয়েন্ট পায়নি ইস্টবেঙ্গল। লিগ টেবলে সবার শেষে লাল-হলুদ। ফলে শনিবার কলকাতা ডার্বিতে জয় না পেলে আরও পিছিয়ে পড়বেন মাদিহ তালালরা। ফলে তাঁরা ঘুরে দাঁড়াতে মরিয়া।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
শনিবার কলকাতা ডার্বি শুরুর আগে মানববন্ধন, গ্যালারিতেও প্রতিবাদ, জোট বাঁধছেন সমর্থকরা
ফের পিছিয়ে গেল শুনানি, শনিবার কলকাতা ডার্বিতে খেলতে বাধা নেই আনোয়ার আলির
'গো ব্যাক' বলেছিলেন সমর্থকরা, তাঁদেরই শুভেচ্ছা জানিয়ে কলকাতা ছাড়লেন কার্লেস কুয়াদ্রাত