East Bengal: কুয়াদ্রাতের কর্মফল ভোগ করতে হচ্ছে ইস্টবেঙ্গলকে? মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে ব্রুজোর খোঁচা

আসছে আইএসএল ডার্বি। 

আর সেই ম্যাচে নামার আগে কোচ অস্কার ব্রুজ়োর মুখে উঠে এল পুরনো কথা। এবার মরশুমের শুরুতে ব্যাক টু ব্যাক পরাজিত্ হয় ইস্টবেঙ্গল। আর তারপরেই কোচের পদ ছাড়েন কার্লোস কুয়াদ্রাত। আর সেই শুরুটা খারাপ হওয়ার জন্যই দল এতটা পিছিয়ে রয়েছে বলে মত ব্রুজ়োর।

উল্লেখ্য, চলতি মরশুমে আইএসএল-এর প্রথম চারটি ম্যাচ হারার পর, দায়িত্ব ছেড়ে দেন কুয়াদ্রাত। আর কোচ হয়ে প্রথম ম্যাচেই ডার্বিতে নামেন ব্রুজ়ো। সেই ম্যাচও হারে তারা। যদিও এই ম্যাচে অনুশীলন করানোর সুযোগই পাননি নতুন কোচ।

Latest Videos

এরপর নিজেদের সপ্তম ম্যাচে গিয়ে মহমেডানের বিরুদ্ধে ড্র করে প্রথম পয়েন্ট পায় লাল হলুদ ব্রিগেড। এবার এই প্রসঙ্গে ব্রুজো জানিয়েছেন, “লিগের প্রথম ৬টি ম্যাচে কোনও পয়েন্ট না পাওয়ায় অনেক পিছিয়ে যেতে হয়েছে আমাদের। আমাদের এখন লক্ষ্য সেরা ছয়ে পৌঁছনো। তার জন্য আমাদের প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোতে হবে। গত ৪-৫টি ম্যাচে ঠিক যেইরকম খেলেছি, সেইরকম বা তার চেয়েও বেশি ভালো খেলতে হবে গোটা দলকে।”

তবে সরাসরি কুয়াদ্রাতের নাম না নিলেও তিনি যে তাঁকেই ঘুরপথে দায়ী করেছেন, তা ব্রুজ়োর কথা থেকে কার্যত পরিষ্কার। উল্লেখযোগ্যভাবে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইস্টবেঙ্গল। মোট ১৩টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে এখন ১১ নম্বরে রয়েছে তারা। এদিকে প্রথম ৬টি দলের মধ্যে শেষ করে প্লে-অফে ওঠার সুযোগ তাদের সামনেও রয়েছে। তবে শুরুটা খারাপ হওয়ায় লড়াই এখন বেশ কঠিন।

তাই এবারও যদি ইস্টবেঙ্গল নক আউটে উঠতে না পারে, তাহলেও আফসোস করবেন না ব্রুজ়ো। লাল-হলুদ কোচের কথায়, “আমরা যদি সেরা ৬তে নাও পৌঁছতে পারি, তাহলে কি এই মরশুম ব্যর্থ হয়ে যাবে? মনে হয় না। কারণ, খুব খারাপভাবে শুরু করলেও আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। অতএব, সমর্থকদের সবাইকে ব্যাপারটা এইভাবেই ভাবতে হবে। লক্ষ্যে পৌঁছতে না পারলেও গোটা দলের লড়াইয়ের জন্য গর্বিত হওয়া উচিত আমাদের।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla