চলতি আইএসএল-এর শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত বছরের শেষটা যেখানে করেছিল, নতুন বছরের শুরুটা সেখান থেকেই করল সবুজ-মেরুন ব্রিগেড।
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর ম্যাচে হায়দরাবাদ এফসি-কে ৩-০ উড়িয়ে ইংরাজি নতুন বছরের শুরুটা ভালোভাবে করল মোহনবাগান সুপার জায়ান্ট। গত ম্যাচে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের সঙ্গে ১-১ ড্র করেছিল হায়দরাবাদ এফসি। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খুব একটা লড়াই করতে পারলেন না অ্যালেক্স সাজিরা। চলতি আইএসএল-এ দশম ম্যাচে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। এদিন নবম মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। হায়দরাবাদের গোলকিপার আর্শদীপ সিংয়ের হাত থেকে বেরিয়ে আসা বল সেন্ট্রাল ডিফেন্ডার স্টেফান স্যাপিচের মাথায় লেগে জালে জড়িয়ে যায়। এরপর ৪১ মিনিটে ব্যবধান বাড়ান লিস্টন কোলাসোর ক্রস থেকে হেডে গোল করেন টম আলড্রেড। হায়দরাবাদের গোলকিপার ও ডিফেন্ডাররা বক্সের মধ্যেও বল বিপদমুক্ত করতে পারেননি। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ৫১ মিনিটে হায়দরাবাদের রাইট ব্যাক রাবির কাছ থেকে বল কেড়ে নিয়ে জেমি ম্যাকলারেনকে দেন জেসন কামিংস। এরপর কামিংসের উদ্দেশে মাইনাস বাড়ান ম্যাকলারেন। অসাধারণ টাচে জালে বল জড়িয়ে দেন কামিংস।
জয় দিয়ে বছর শুরু
গত ২৬ ডিসেম্বর দিল্লিতে পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে বছর শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচেও সহজ জয় পেল হোসে মলিনার দল। হায়দরাবাদকে হারিয়ে ১৪ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে বাকি দলগুলির চেয়ে এগিয়েই থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে, এদিন চলতি আইএসএল-এ দশ ম্যাচে হেরে গেল হায়দরাবাদ এফসি। এই হারের ফলে ১৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১২ নম্বরে থাকল হায়দরাবাদ। সবার শেষে থাকা মহামেডান স্পোর্টিং ক্লাবের চেয়েও বেশি ম্যাচে হেরে গিয়েছে হায়দরাবাদ।
কলকাতা ডার্বির জন্য তৈরি সবুজ-মেরুন
১১ জানুয়ারি কলকাতা ডার্বি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ম্যাচ পিছিয়ে যেতে পারে বা অন্য রাজ্যে সরে যেতে পারে। তবে যেদিনই ম্যাচ হোক না কেন, মোহনবাগান সুপার জায়ান্ট যে তৈরি, সেটা ফের বোঝা গেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
গঙ্গাসাগরের জন্য বিশ বাঁও জলে কলকাতা ডার্বি! কী করবে আয়োজক মোহনবাগান সুপার জায়ান্ট?
জাতীয় দলের প্রধান কোচের কৌশলের কাছে হার, অ্যাওয়ে ম্যাচে ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়ান্ট