Mohun Bagan: কলকাতা ডার্বির আগেই আরও সুবিধাজনক জায়গায় সবুজ মেরুন, কিন্তু কীভাবে?

Published : Jan 05, 2025, 04:43 PM IST
Mohun Bagan

সংক্ষিপ্ত

আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ডার্বি।

নতুন বছর জয় দিয়েই শুরু করেছে মোহনবাগান। আর এবার সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই আরও একটি খুশির খবর চলে এল বাগান শিবিরে।

আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে আইএসএল-এর পয়েন্ট তালিকায় এবার আরও ভালো জায়গায় পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড। তাই মাঠে না নেমেই, দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির থেকে পয়েন্টের ব্যবধান অনেকটাই বাড়ল মোহনবাগানের।

উল্লেখ্য, শনিবার আইএসএলে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। প্রথম ম্যাচে গোয়ার মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসি। আর দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর খেলা ছিল জামশেদপুরের বিরুদ্ধে। ঘটনাচক্রে এই চারটি দলই আইএসএলের পয়েন্ট তালিকায় প্রথম ছয়ের মধ্যে রয়েছে। অর্থাৎ, তাদের প্রত্যেকের সুযোগ রয়েছে লিগ-শিল্ড জেতার।

তাই এই দুটি ম্যাচের দিকে নজর ছিল সবুজ মেরুন সমর্থকদেরও। প্রথম ম্যাচে ওড়িশাকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছে গোয়া। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে যায় তারা। পরে গোয়ার হয়ে ৮ মিনিটের মাথায় গোল করেন ব্রাইসন ফের্নান্দেস। এরপর আবার ২৯ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান আহমেদ জোহু।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, গোয়াকে এগিয়ে দেন উদান্তা সিংহ। তবে দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে, আবার গোল করেন ব্রাইসন। ঠিক তিন মিনিট পর, আমে রানাওয়াড়ের আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে ওড়িশা। এমনকি, ৮৮ মিনিটে জেরি একটি গোল শোধ করলেও তা কাজে আসেনি। ম্যাচের শেষ দিকে জহৌ লাল কার্ড দেখেন। ফলে, হেরে মাঠ ছাড়তে হয় ওড়িশাকে।

অপর ম্যাচে ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরেও হারতে হয়েছে বেঙ্গালুরুকে। ১৯ মিনিটের মাথায় আলবের্তো নগুয়েরার গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। এরপর খেলার ৮৪ মিনিটে, জর্ডন মারে জামশেদপুরের হয়ে সমতা ফেরান। ৯০ মিনিটের মাথায় বেঙ্গালুরুর গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধুর ভুল কাজে লাগিয়ে গোল করেন মুহম্মদ উভেইস। ফলে, ২-১ গোলে জয় পায় জামশেদপুর।

এমনিতে আইএসএল-এর পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে মোহনবাগান। মোট ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট তাদের। ওদিকে বেঙ্গালুরু রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট ছিল ১৩ ম্যাচে ২৭। কিন্তু জামশেদপুরের কাছে হারের পর, পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ১৪ ম্যাচে ২৭।

ফলে, বাগানের থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে গেছে বেঙ্গালুরু। আর এই ব্যবধানই ১১ জানুয়ারি ডার্বিতে নামার আগে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে মোহনবাগান ফুটবলারদের।

উল্লেখ্য, ওড়িশাকে হারিয়ে দিয়ে তৃতীয় স্থানে রয়েছে গোয়া। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের। অর্থাৎ, পরবর্তী ম্যাচ জিতলে বেঙ্গালুরুকে টপকে যাবে তারা। চার নম্বরে রয়েছে জামশেদপুর। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট হল ২৭। পরের ম্যাচ জিতলে বেঙ্গালুরুকে কার্যত, ছুঁয়ে ফেলবে তারা। গোয়ার কাছে হারার জেরে ৬ নম্বরে রয়েছে ওড়িশা। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট আপাতত ২০।

অন্যদিকে, গত ম্যাচে জিতেই মোহনবাগান কোচ জোসে মোলিনা জানিয়েছিলেন, “এরপর আমাদের সামনে বড় ম্যাচ। তার আগে বেশ কয়েকদিন ছুটি আছে। সেই সময়টাকে কাজে লাগাতে হবে। সব বিভাগেই উন্নতি করতে হবে আমাদের। আমরা ভালো দল ঠিকই, তবে নিখুঁত নই। তাই সবজায়গাতেই এখনও উন্নতি করতে হবে। সেরা দল হতে গেলে সবদিক দিয়েই উন্নতি করে যেতে হবে ছেলেদের।”

তিনি আরও যোগ করেন, “আশা করি এই ৯-১০ দিনের বিরতিতে আমাদের চোট পাওয়া খেলোয়াড়রা সেরে উঠবে। তবে ইস্টবেঙ্গলেরও বেশ কিছু চোট আঘাতের সমস্যা আছে। আমাদের সব ফুটবলারকেই সুস্থ করে তুলতে হবে। আশা করি যে, ডার্বিতে সবাইকেই দলে পাব আমরা। ডার্বি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।”

আর এবার আরও নিশ্চিন্ত পয়েন্টের ব্যবধান অনুযায়ী। আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে আইএসএল-এর পয়েন্ট তালিকায় এবার আরও ভালো জায়গায় পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড। তাই মাঠে না নেমেই, দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির থেকে পয়েন্টের ব্যবধান অনেকটাই বাড়ল মোহনবাগানের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?