East Bengal: ফুটবল দল নাকি মিনি হাসপাতাল! মুম্বই ম্যাচের আগে ৬ জন ফুটবলারই দলের বাইরে?

Published : Jan 31, 2025, 11:51 AM IST
East Bengal

সংক্ষিপ্ত

সেই তালিকা যেন ক্রমশই লম্বা হচ্ছে। 

সল ক্রেসপো, আনোয়ার আলি, মহম্মদ রাকিপ, প্রভাত লাকড়া, ক্লেইটন সিলভা এবং হিজাজি মাহের। প্রথম একাদশের অন্তত ৬জন ফুটবলারকে শুক্রবার পাচ্ছে না ইস্টবেঙ্গল (East Bengal)।

আর সামনে এদিন মুম্বই সিটি এফসি। নিঃসন্দেহে শক্তিশালী প্রতিপক্ষ এবং কঠিন ম্যাচ। সেইসঙ্গে, কার্ড সমস্যায় এই ম্যাচে নেই মিডফিল্ডার জিকসন সিং। ফলে, প্রথম একাদশ তৈরি করাই যেন এখন বড় চ্যালেঞ্জ কোচ অস্কার ব্রুজোর সামনে।

যদিও এই চোট সমস্যাটা নতুন কোনও বিষয় নয়। মরশুমের শুরু থেকেই এই চোট সমস্যা ভোগাচ্ছে লাল হলুদ ব্রিগেডকে। এবার মুম্বই ম্যাচের আগে তো দল প্রায় মিনি হাসপাতালে পরিণত হয়েছে। আইএসএল-এর (Indian Super League) সুপার সিক্সে থাকতে গেলে এখন আর পয়েন্ট নষ্ট করলে একেবারেই চলবে না।

শুধু তাই নয়, মরশুমের বাকি সময়ের জন্য ক্লেইটন এবং হিজাজিকে পাওয়া যাবে কি না, তাও এখনও স্পষ্ট নয়। যদি তারাও ছিটকে যান, তাহলে এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউট এবং সুপার কাপেও যে ভুগতে হবে লাল-হলুদ ব্রিগেডকে, সেই কথা বলাই বাহুল্য।

আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই দলের কোচ অস্কার ব্রুজো পরিষ্কার বার্তা দিয়েছেন। তাঁর কথায়, “আমি আগেও একটা কথা বলেছি যে, আমাদের প্রতিটা ম্যাচের জন্য নতুন করে প্রস্তুতি নিতে হচ্ছে। ফুটবলাররা নিজেদের স্বাভাবিক পজিশনের বাইরে এসে খেলছে। ফলে, আমাদের সবদিকটাই ব্যালান্স করতে হচ্ছে। গতি, নিয়ন্ত্রণ, শক্তি এবং তৎপরতা, প্রত্যেক বিভাগেই ভারসাম্য আনতে হবে।”

ব্রুজো আরও যোগ করেছেন, “আমরা এখন ফুটবলারদের চোটের অবস্থা পর্যালোচনা করছি। কার চোট ঠিক কতটা, তা সারতে আর কতদিন সময় লাগবে এবং পুরোপুরি ফিট হয়ে মাঠে কবে ফিরতে পারবে, সেইসব খতিয়ে দেখা হচ্ছে টিম ম্যানেমেন্টের তরফ থেকে। সেই বিষয়গুলি যাচাই করেই আমরা উপযুক্ত পদক্ষেপ নেব।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?