কলকাতা ডার্বির ২ দিন পরেই ওড়িশায় ম্যাচ, আইএসএল-এর সূচি নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল শিবির

এবার আইএসএল-এর পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগেও খেলবে ইস্টবেঙ্গল। পরপর ম্যাচ খেলতে হবে ক্লেইটন সিলভাদের। ফলে ক্লান্তি, চোট-আঘাতের সমস্যা হতে পারে বলে আশঙ্কায় সমর্থকরা।

১৯ অক্টোবর আইএসএল-এ মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচ। তারপর ২২ অক্টোবর ওড়িশা এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। এরপরেই ২৬ অক্টোবর ভুটানের থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ এ-র প্রথম ম্যাচে প্রতিপক্ষ পারো এফসি। ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে খেলতে হবে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। এরপর ১ নভেম্বর গ্রুপের তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ লেবাননের নেজমেহ এসসি। ফলে ১৪ দিনের মধ্যে ইস্টবেঙ্গলকে ৫ ম্যাচ খেলতে হবে। কলকাতা, ওড়িশার পর ভুটানে গিয়ে খেলতে হবে লাল-হলুদ ব্রিগেডকে। পরপর ম্যাচ খেলার ক্লান্তির পাশাপাশি তিনরকম আবহাওয়া, পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। ফলে কার্লেস কুয়াদ্রাতের দলের কাজ অত্যন্ত কঠিন হতে চলেছে।

সূচি নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা

Latest Videos

এএফসি চ্যালেঞ্জ লিগের সূচি আগেই ঠিক হয়ে গিয়েছিল। রবিবার আইএসএল-এর সূচি ঠিক হয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগের ঠিক আগে আইএসএল-এ জোড়া ম্যাচ খেলতে হবে বলে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল সমর্থকরা। ৫ অক্টোবরের পর ২ সপ্তাহ আইএসএল-এ ইস্টবেঙ্গলের কোনও ম্যাচ নেই। হঠাৎ ১৯ ও ২২ অক্টোবর পরপর ম্যাচ দেওয়া হয়েছে। ৯ নভেম্বর মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচের পর আবার ২৯ নভেম্বর নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ম্যাচ। আইএসএল-এর সূচিতে এই অসামঞ্জস্য নিয়েই প্রশ্ন তুলছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

পাহাড়ে খেলা নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে শিলংয়ের মাঠে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিল ইস্টবেঙ্গল। সমুদ্রপৃষ্ট থেকে থিম্পুর উচ্চতা শিলংয়ের চেয়ে ৯০০ মিটার বেশি। ফলে এএফসি চ্যালেঞ্জ লিগেও সমস্যায় পড়তে পারে ইস্টবেঙ্গল। অক্টোবেরর শেষদিকে ভুটানে ভালো ঠান্ডা থাকবে। ফলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াও কঠিন। অন্তত এক সপ্তাহ আগে থিম্পু চলে যেতে পারলে সুবিধা হত। কিন্তু আইএসএল-এর সূচি বাধা হয়ে দাঁড়াচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ দিয়ে শুরু আইএসএল, প্রথমে অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের

পিয়ারলেসের বিরুদ্ধে সহজ জয়, কলকাতা লিগে ইস্টবেঙ্গলের জয়রথ অব্যাহত

ডুরান্ড কাপের ব্যর্থতা অতীত, আইএসএল, এএফসি চ্যালেঞ্জ লিগের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল

Share this article
click me!

Latest Videos

বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech