ISL: কলকাতায় বৃষ্টিভেজা অনুশীলন! মহামেডান ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে হায়দ্রাবাদ

স্বপ্ন দেখা যে কখনও ছাড়তে নেই, তা অন্তত হায়দ্রাবাদ এফসিকে (Hyderabad FC) দেখে বোঝা যায়। 

স্বপ্ন দেখা যে কখনও ছাড়তে নেই, তা অন্তত হায়দ্রাবাদ এফসিকে (Hyderabad FC) দেখে বোঝা যায়। শনিবার, ২৬ অক্টোবর সন্ধ্যা ৭.৩০ মিনিটে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মহামেডান বনাম হায়দ্রাবাদ এফসি।

আর্থিক দিক দিয়ে এই মুহূর্তে হায়দ্রাবাদের অবস্থা একটু ভালো জায়গায় রয়েছে। সেই রশদ নিয়েই এবার, আইএসএলে (ISL 2024-25) লড়াই চালিয়ে যাচ্ছে এই ক্লাবটি। শনিবার, তাদের সামনে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ফুটবল দল।

Latest Videos

এমনিতে, লিগ টেবিলে হায়দ্রাবাদ রয়েছে ১২ নম্বরে। চারটি ম্যাচ খেলে, তিনটিতেই পরাজিত হয়েছে তারা। একটিমাত্র খেলায় ড্র করেছে। সেটি ছিল চেন্নাইয়ান এফসির (CFC) বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে আবার মহামেডান অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছিল। অন্যদিকে, মহামেডানও শেষ দুটি ম্যাচে হার স্বীকার করেছে।

আরও পড়ুনঃ

আইএসএল-এর রোগ সারিয়ে এএফসি-তে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল, 'ডাক্তার' অস্কার চালাচ্ছেন অপারেশন

প্রথমে মোহনবাগান (Mohun Bagan) এবং তারপর কেরালা ব্লাস্টার্সের (KBFC) বিরুদ্ধে তারা পরাজিত হয়েছে। ফলে, কিছুটা চাপে রয়েছে সাদাকালো ব্রিগেডও। এমতাবস্থায় দাঁড়িয়ে, চেরনিশভ ব্রিগেড চাইছে ঘরের মাঠে ৩ পয়েন্ট তুলে নিয়ে লড়াইতে ফিরে আসতে।

আর ঠিক উল্টোদিকে হায়দ্রাবাদের লক্ষ্য হল, নড়বড়ে মহামেডানকে হারিয়ে দিয়ে চলতি আইএসএল-এর প্রথম জয় তুলে নেওয়া। এদিকে ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হলেন হায়দ্রাবাদ এফসির সহকারী কোচ শামিল চেম্বাকাথ (Shameel Chembakath) এবং দলের নির্ভরযোগ্য ফুটবলার মহম্মদ রফি (Muhammed Rafi)।

দলের সহকারী কোচ জানালেন, “আমি ভীষণ উত্তেজিত এই ম্যাচটিকে ঘিরে। আমাদের ফোকাস এখন শুধুই এই ম্যাচে। হ্যাঁ, আমরা ৪টি ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট ঘরে তুলতে পেরেছি। তাই আমাদের লক্ষ্য, এই ম্যাচটা জিতে ৩ পয়েন্ট পাওয়া। তাই মহামেডান ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে, দলের সঙ্গে বিদেশিরাও যোগ দিয়েছে। টিম কম্বিনেশন আসতে আসতে তৈরি হচ্ছে। আমরা আশাবাদী।”

অপরদিকে মহম্মদ রফির কথায়, “আমরা ভালো ফুটবল খেলতে চাই। সিনিয়র দলে যখন সুযোগ পেয়েছি, তখন নিজের সেরাটা উজাড় করে দেবো।”

আরও পড়ুনঃ

ISL: হায়দ্রাবাদ ম্যাচকেই পাখির চোখ করছে মহামেডান, কোচ বলছেন, ‘৩ পয়েন্টের জন্যই মাঠে নামব’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল