এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ এ-র ম্যাচ খেলতে ভুটানে গিয়েছে ইস্টবেঙ্গল। এই গ্রুপের সব ম্যাচই হবে ভুটানের রাজধানী থিম্পুতে। বৃহস্পতিবার সেখানে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল দল।
ভুটানের রাজধানী থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা দেখতে গিয়েছেন ইস্টবেঙ্গলের বেশ কয়েকজন সমর্থক। কিন্তু বেশিরভাগ সমর্থকই ভুটানে যাননি। ফলে তাঁরা নিজেদের বাড়িতে বসেই শনিবার পারো এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখার চেষ্টা করবেন। এই কারণে কীভাবে ম্যাচ দেখা যাবে, সে বিষয়ে সবাই খোঁজ নিচ্ছেন। ভারত থেকে টেলিভিশনে অবশ্য এএফসি চ্যালেঞ্জ লিগের কোনও ম্যাচই দেখা যাবে না। ইউটিউবই একমাত্র ভরসা। ভুটান ব্রডকাস্টিং সার্ভিসের ইউটিউব চ্যানেলে ইস্টবেঙ্গল-পারো এফসি ম্যাচ দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী শনিবার বিকেল সাড়ে চারটেয় ম্যাচ শুরু হবে। ভারতের সময়ের চেয়ে ভুটানের সময় আধঘণ্টা এগিয়ে। ফলে স্থানীয় সময় অনুযায়ী বিকেল পাঁচটায় ম্যাচ শুরু হবে। আবহাওয়ার সুবিধা পেতে চলেছে ভুটানের ক্লাব পারো এফসি।
কঠিন লড়াই ইস্টবেঙ্গলের
এএফসি চ্যালেঞ্জ লিগে বিভিন্ন দেশের ১৮ দল খেলছে। পশ্চিমাঞ্চলে ৩টি গ্রুপে ৪টি করে দল আছে এবং পূর্বাঞ্চলে ২টি গ্রুপে ৩টি করে দল আছে। সব গ্রুপের ম্যাচই হচ্ছে নিরপেক্ষ মাঠে। সব দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। পশ্চিমাঞ্চলের ৩ গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং সব গ্রুপ মিলিয়ে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দ্বিতীয় দল কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে। পূর্বাঞ্চলের ২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে। ফলে নক-আউটের যোগ্যতা অর্জন করতে হলে ইস্টবেঙ্গলকে সেরা পারফরম্যান্স দেখাতে হবে।
৬ জন বিদেশিকেই খেলাতে পারে ইস্টবেঙ্গল
এএফসি চ্যালেঞ্জ লিগে বিদেশি ফুটবলার সংক্রান্ত কোনও বিধিনিষেধ নেই। ফলে শনিবার প্রথম একাদশে ৬ জন বিদেশি ফুটবলারকেই রাখতে পারেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। যদিও ক্লেইটন সিলভা, হিজাজি মাহেরদের পারফরম্যান্সে খুশি নয় লাল-হলুদ শিবির।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দেড় দিনের প্রস্তুতিতে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচ, কতটা তৈরি ইস্টবেঙ্গল?
কঠিন পরিস্থিতিতে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে ভুটানে ইস্টবেঙ্গল, হারের খরা কাটবে?
দলে সমস্যার শেষ নেই, তার মধ্যেই আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্যে ইতিবাচক ফলের খোঁজে অস্কার