- Home
- Sports
- Football
- আইএসএল-এর রোগ সারিয়ে এএফসি-তে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল, 'ডাক্তার' অস্কার চালাচ্ছেন অপারেশন
আইএসএল-এর রোগ সারিয়ে এএফসি-তে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল, 'ডাক্তার' অস্কার চালাচ্ছেন অপারেশন
আইএসএল-এর (ISL) মঞ্চে লাগাতার হার। এবার সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (AFC Champions League)।
110

Image Credit : ISL Media
বেজায় চাপে আছে গোটা দল (team)
তবে ফিরে আসার মরিয়া চেষ্টা করছে লাল হলুদ ব্রিগেড।
210
Image Credit : ISL Media
চলতি ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League 2024-25) প্রথম ৬টি ম্যাচেই হেরেছে ইস্টবেঙ্গল (East Bengal)
সব প্রতিযোগিতা মিলিয়ে, শেষ আটটি ম্যাচেই হার।
310
Image Credit : ISL Media
লাল হলুদ ক্লাবের (Club) ইতিহাসে এমন লজ্জার নজির নেই!
তবে শেষ ম্যাচে, দলের খেলায় কিছুটা উন্নতি (Development) চোখে পড়েছে।
410
Image Credit : East Bengal FC
নেপথ্যে রয়েছেন নতুন কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)
এখনও পর্যন্ত, মাত্র কয়েকটি সেশনেই ফুটবলারদের ট্রেনিং করিয়েছেন তিনি।
510
Image Credit : East Bengal FC
আর তারপরেই বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে টিম গেমে (Team Game)
আর সেই আশা-ভরসা নিয়েই ভূটান (Bhutan) উড়ে গেছে দল।
610
Image Credit : Asianet News
কী বলছেন হেডস্যার (Head Sir)?
অস্কারের কথায়, “আমাদের দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের দ্রুত ফলাফল চাই।”
710
Image Credit : EAST BENGAL FC
এদিকে এএফসি-তে (AFC) লাল হলদের সামনে কারা?
ভূটানের (Bhutan) পারো এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং লেবাননের নেজমেহ এসসি।
810
Image Credit : East Bengal FC
গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে থিম্পু শহরে
হারের খরা কাটিয়ে জয়ে ফেরাই মূল লক্ষ্য লাল হলুদের সামনে।
910
Image Credit : East Bengal FC
চিন্তায় রাখছে ডিফেন্স
জিততে গেলে এই বিষয়গুলির দিকে নজর রাখতে হবে।
1010
Image Credit : East Bengal FC
তাছাড়া ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যও জয় চাইছে গোটা শিবির
ফলে, এএফসি-র ম্যাচ সবদিক দিয়েই গুরুত্বপূর্ণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos