শনিবার কলকাতা ডার্বি শুরুর আগে মানববন্ধন, গ্যালারিতেও প্রতিবাদ, জোট বাঁধছেন সমর্থকরা

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা একজোট হয়েছেন। ফের এই দৃশ্য দেখা যাবে।

Soumya Gangully | Published : Oct 17, 2024 4:19 PM IST / Updated: Oct 17 2024, 10:29 PM IST

শনিবার আইএসএল-এ কলকাতা ডার্বি শুরু হওয়ার আগে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে অন্য দৃশ্য দেখা যাবে। আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে ফের একজোট হচ্ছেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা। শনিবার সন্ধে সাড়ে সাতটায় কলকাতা ডার্বি শুরু হবে। তার আগে বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। উল্টোডাঙা থেকে কাদাপাড়া মোড় এবং রুবি মোড় থেকে বেলেঘাটা বিল্ডিং মোড় পর্যন্ত মানববন্ধন আয়োজন করা হচ্ছে। একে অপরের হাত ধরে প্রতিবাদে সামিল হবেন ফুটবলপ্রেমীরা। মাঠের বাইরে হাত মেলানোর পর আলাদা গ্যালারিতে বসে নিজেদের প্রিয় দলকে সমর্থন করবেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা। কিন্তু ম্যাচের বিরতির সময় ফের প্রতিবাদ হবে। যাঁরা মাঠে যাবেন, তাঁদের সবাইকে ছোট কালো কাপড় সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে। প্রথমার্ধ শেষ হওয়ার পর গ্যালারি থেকে সেই কালো কাপড় তুলে ধরে আর জি কর মেডিক্যাল কলেজের নারকীয় ঘটনার প্রতিবাদ জানানো হবে।

মাঠের বাইরে সমর্থকরা একজোট

Latest Videos

পুলিশের অনুমতি না থাকায় ১৮ অগাস্ট ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল হয়ে যায়। কিন্তু সেদিনই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে একসঙ্গে বিক্ষোভ দেখান ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট-মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা। সেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পথ। এরপর বিভিন্ন জায়গায় একসঙ্গে বিক্ষোভ দেখান ফুটবলপ্রেমীরা। সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রতিবাদ। শনিবার ফের বিক্ষোভ দেখাবেন ফুটবলপ্রেমীরা।

মরসুমের প্রথম ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ

চলতি মরসুমে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দলের লড়াই দেখা যায়নি। শনিবারই প্রথম বড় ম্যাচ হতে চলেছে। এই ম্যাচ ঘিরে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই প্রতিবাদ কর্মসূচি ঘিরেও সব মহলেই আগ্রহ তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে বিক্ষোভ মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের, দেখুন ভিডিও

বিচারের দাবিতে প্রতিবাদে যোগ দেওয়া ফুটবলপ্রেমীদের ধরপাকড় পুলিশের, গাড়ি থেকে নামালেন কল্যাণ চৌবে

'সমর্থকদের গ্রেফতার করতে যত পুলিশ তার অর্ধেক থাকলেই ডার্বি হতে পারত,' কটাক্ষ কল্যাণ চৌবের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে হস্তক্ষেপ করা' ICU থেকে ছাড়া পেয়েই মন্তব্য অনিকেত মাহাতোর
বাওয়ালিতে লক্ষ্মী প্রতিমা ভাঙচুর জেহাদিদের, প্রতিবাদী দের মার পুলিশের, গর্জে উঠলেন অগ্নিমিত্রা
লক্ষ্মী প্রতিমা ভাঙ্গার প্রতিবাদ করায় জুটল পুলিশের মার #shorts #laxmipuja #viralvideo
চাঞ্চল্যকর তথ্য, কি পাওয়া গেল! ময়নাতদন্তকারী বিশেষজ্ঞের বিস্ফোরক মন্তব্য! | Today Krishnanagar News
কৃষ্ণনগরের ঘটনায় বড় পদক্ষেপের ঘোষণা কংগ্রেসের, দেখুন কী বললেন কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার