সংক্ষিপ্ত

পূর্বঘোষিত সূচি অনুযায়ী রবিবার বিকেলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা প্রতিবাদে যোগ দিলেন।

রবিবার বাংলার ফুটবলে নতুন ইতিহাস তৈরি হল। এদিন কলকাতা ডার্বি হলে উল্টোদিকের গ্যালারিতে থাকতেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা। কিন্তু ম্যাচ বাতিল হওয়া তাঁদের এক জায়গায় এনে দিল। একসঙ্গে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণের পর খুন হওয়া চিকিৎসকের জন্য বিচারের দাবিতে সরব হলেন। এই প্রতিবাদে মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরাও যোগ দিলেন। গড়ের মাঠের তিন প্রধান ক্লাবের সমর্থকদের একসঙ্গে স্লোগান দিতে দেখা গেল। এক মোহনবাগান সমর্থকের কাঁধে উঠে পড়লেন এক ইস্টবেঙ্গল সমর্থক। তাঁরা একসঙ্গে বিচারের দাবিতে স্লোগান তুললেন। তিন ক্লাবের পতাকার পাশাপাশি জাতীয় পতাকা নিয়েও প্রতিবাদে যোগ দেন অনেকে। ফুটবলপ্রেমীরা বলছেন, কলকাতা ডার্বি বাতিল করলেও, প্রতিবাদ থামানো যাবে না। ভবিষ্যতে যখনই যেখানে ডার্বি হবে, সেখানেই দুই দলের সমর্থকরা একসঙ্গে প্রতিবাদ জানাবেন।

ফুটবলপ্রেমীদের সঙ্গে প্রতিবাদে কল্যাণ চৌবে

এদিন সল্টলেকে ফুটবলপ্রেমীদের সঙ্গে প্রতিবাদে সামিল হলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তিনিও বিচারের দাবিতে সরব হলেন। রবিবার দুপুরেই বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দাবি করা হয়, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা যায়নি বলেই কলকাতা ডার্বি আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু এদিন প্রতিবাদ ঠেকানোর জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। ফুটবলপ্রেমীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজন ফুটবলপ্রেমীকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হয়। পুলিশের সঙ্গে তর্ক শুরু করেন কল্যাণ। এরপর ফুটবলপ্রেমীদের ছেড়ে দেয় পুলিশ।

পুলিশের নিন্দায় কল্যাণ

পুলিশের তীব্র সমালোচনা করে কল্যাণ বলেছেন, ‘এই ঘটনা লজ্জাজনক। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। ফুটবল ম্যাচ হল না, কত পুলিশ মোতায়েন করা হয়েছে দেখুন। দেখে মনে হচ্ছে যেন দাঙ্গা হচ্ছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

উড়ে গেল ফেসবুক প্রোফাইল, আর জি কর নিয়ে প্রতিবাদের মাসুল দিতে হল সৌভিক চক্রবর্তীকে!

'বাঙাল এবং ঘটি, দুই পক্ষই তাদের বোনের জন্য একসাথে দাঁড়িয়েছে,' আর জি কর নিয়ে সরব সৌভিক চক্রবর্তী

রবিবার ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল, কবে ফেরত দেওয়া হবে টিকিটের দাম?