প্রকাশিত হল আইএসএল-এর (Indian Super League)।
প্রকাশিত হল আইএসএল-এর (Indian Super League) দ্বিতীয় ধাপের সূচি। ফলে, চলতি প্রতিযোগিতার সম্পূর্ণ সূচিই এবার প্রকাশ্যে চলে এল।
উল্লেখ্য, এই শনিবার অর্থাৎ ১৯ অক্টোবর রয়েছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের (Mohun Bagan vs East Bengal) মেগা কলকাতা ডার্বি (Kolkata Derby)। আর পুজোর আগেই মোহনবাগান বনাম মহামেডান (Mohammedan Sporting Club), অপর একটি বড় ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। যে খেলায় সবুজ মেরুন ৩-০ গোলে জয় পেয়েছে সাদাকালো ব্রিগেডের বিরুদ্ধে।
সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়েই এবার তারা লাল হলুদের বিরুদ্ধে খেলতে নামবে। ওদিকে আবার ইস্টবেঙ্গল টানা চার ম্যাচ হেরে বেজায় চাপে। ডার্বির আগে নতুন কোচ অস্কার ব্রুজো নিযুক্ত হলেও, তিনি এখনও কলকাতা এসে পৌঁছতে পারনেনি। আপাতত দায়িত্ব সামলাচ্ছেন বিনো জর্জ।
আরও পড়ুনঃ
ISL Derby: বুধবার থেকেই শুরু অফলাইন টিকিট বিক্রি, কোথায় কোথায় পাওয়া যাবে ডার্বির টিকিট?
আর এবার আইএসএল-এর (ISL 2024-25) দ্বিতীয় ধাপের সূচিও সামনে চলে এল। কবে কবে রয়েছে আইএসএল-এর সেকেন্ড লেগের বড় ম্যাচগুলি? অর্থাৎ, শনিবারের পর আবার ডার্বি ম্যাচ কবে, তা এখন কার্যত পরিষ্কার।
কলকাতার তিন প্রধান কবে আবার একে অপরের মুখোমুখি হবে, এবার তা জানিয়ে দিল আইএসএল কর্তৃপক্ষ। সেকেন্ড লেগের মেগা ডার্বি দেখতে কবে কবে মাঠে যাবেন ফুটবলপ্রেমী জনতা? দেখে নিন একনজরে।
মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের মধ্যে দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি, ২০২৫। দিনটি শনিবার। মহমেডান স্পোর্টিং এবং মোহনবাগানের মধ্যে দ্বিতীয় লেগের আর একটি মেগা ডার্বি অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫। সেই দিনটিও পড়েছে শনিবার।
অপরদিকে মহামেডান বনাম ইস্টবেঙ্গল, দ্বিতীয় ডার্বিটি খেলা হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। সেই দিনটি আবার রবিবার। উল্লেখযোগ্য বিষয় হল, সবকটি ডার্বি ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।
আরও পড়ুনঃ
ISL Derby: উত্তাপ বাড়ছে কলকাতা ডার্বির, ইস্টবেঙ্গলের নতুন কোচ কবে আসছেন কলকাতায়?
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।