সংক্ষিপ্ত

শনিবারই চলতি মরসুমে প্রথমবার মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দল। চলতি আইএসএল-এ পয়েন্টের নিরিখে এগিয়ে থেকেই কলকাতা ডার্বি খেলতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড।

প্রস্তুত বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। দুই দলের কোচ, ফুটবলার, সদস্য-সমর্থকরাও তৈরি। শুরু হতে চলেছে কলকাতা ডার্বি। চলতি মরসুমে প্রথমবার মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দল। চলতি আইএসএল-এ পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার লক্ষ্যে সবুজ-মেরুন ব্রিগেড। অন্যদিকে, চলতি আইএসএল-এ প্রথম পয়েন্টের খোঁজে ইস্টবেঙ্গল। কলকাতা ফুটবলের বড় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আছেন- প্রভসুখন সিং গিল, প্রভাত লাকড়া, আনোয়ার আলি, হেক্টর ইয়ুস্তে, মহম্মদ রাকিপ, মাদিহ তালাল, সল ক্রেসপো, নন্দকুমার শেখর, সৌভিক চক্রবর্তী, ডেভিড লাললানসাঙ্গা ও ক্লেইটন সিলভা। মোহনবাগান সুপার জাায়ন্টের প্রথম একাদশে আছেন- বিশাল কাইথ, টমাস আলড্রেড, অনিরুদ্ধ থাপা, গ্রেগ স্টেওয়ার্ট, মনবীর সিং, শুভাশিস বসু. লিস্টন কোলাসো, আলবার্তো রডরিগেজ মার্টিন, জেমি ম্যাকলারেন, আশিস রাই ও লালেংমাওইয়া রালতে।

এগিয়ে থেকে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট

চলতি আইএসএল-এ এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলে চতুর্থ স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে, ৪ ম্যাচ খেলে এখনও পয়েন্ট পায়নি ইস্টবেঙ্গল। ফলে লিগ টেবলে ১৩ নম্বরে লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচে ৩ পয়েন্ট পেলে লিগ টেবলে দ্বিতীয় স্থানে উঠে আসবে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই লক্ষ্যেই ঝাঁপাবেন লিস্টনরা। অন্যদিকে, লিগ টেবলে সবার শেষে থাকার লজ্জা থেকে রেহাই পেতে প্রথম পয়েন্টের লক্ষ্যে লাল-হলুদ ব্রিগেড।

অস্কার ব্রুজোঁর পরীক্ষা

শনিবার কাকভোরে কলকাতায় এসেছেন ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। এর কয়েক ঘণ্টা পরেই তিনি কলকাতা ডার্বিতে পরীক্ষার সামনে। প্রথম ম্যাচেই দলকে জয় এনে দিতে পারলে নায়ক হয়ে উঠবেন অস্কার। কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচেও হেরে গেলে চাপে পড়ে যাবেন নতুন প্রধান কোচ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে লড়াই করবে ইস্টবেঙ্গল,' আত্মবিশ্বাসী বিনো জর্জ

ফের পিছিয়ে গেল শুনানি, শনিবার কলকাতা ডার্বিতে খেলতে বাধা নেই আনোয়ার আলির

নতুন কোচ আসার আগেই কলকাতা ডার্বির প্রস্তুতি শুরু, ঘুরে দাঁড়াতে পারবে ইস্টবেঙ্গল?