Kolkata Derby: হুঙ্কার দিচ্ছেন অস্কার, মোলিনা বলছেন 'আমরা তৈরি!' ডার্বির শেষ মুহূর্তের আপডেট

Published : Jan 10, 2025, 05:02 PM IST

আর মাত্র বাকি কয়েকটা ঘণ্টা। 

PREV
110
তারপরেই বেজে যাবে দামাম

শুরু হয়ে যাবে কলকাতা ডার্বি। 

210
মুখোমুখি হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল

গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলতে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। 

310
নিঃসন্দেহে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে সবুজ মেরুন ব্রিগেড

তবে লড়াই থেকে পিছু হটতে নারাজ লাল হলুদ শিবিরও। 

410
তবে ইস্টবেঙ্গলের চিন্তার কারণ বাড়িয়ে দিয়েছে আনোয়ারের চোট

গত ম্যাচেই চোট পেয়েছিলেন তিনি। ফলে, ডার্বিতে কার্যত অনিশ্চিত এই তারকা ডিফেন্ডার।  

510
কিন্তু হুঙ্কার দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো

 তাঁর কথায়, “এই ধরনের ম্যাচে কি কেউ আন্ডারডগ থাকে নাকি? পুরো ৫০-৫০ গেম হবে।"

610
এই মুহূর্তে ইস্টবেঙ্গল লিগ টেবিলের একেবারে শেষদিকে

তবে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। 

710
অন্যদিকে, লিগ টেবিলের শীর্ষে থেকে ডার্বি খেলতে নামছে মোহনবাগান

ফলে, আত্মবিশ্বাসের দিক দিয়েও তারা অনেকটা এগিয়ে। শুধু তাই নয়, গত ডার্বিতেও তারা জয় পেয়েছে। 

810
তবে দলকে কিছুটা সমস্যায় ফেলেছে অনিরুদ্ধ থাপার চোট

কমপক্ষে ১০-১২ দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে, ডার্বি খেলা হচ্ছে না থাপার। 

910
কিন্তু কোচ মোলিনা কী জানালেন?

পরিষ্কার বলে দিলেন, “আমরা প্রস্তুত।"

1010
ডার্বিতে জেমি ম্যাকলারেনের সঙ্গে গ্রেগ স্টেওয়ার্ট আসতে পারেন প্রথম একাদশে

অপরদিকে লিস্টন এবং মনবীর লাগাতার উইং দিয়ে আক্রমণে উঠে আসতে পারেন। ফলে, ইস্টবেঙ্গলের রক্ষণের উপর চাপ বাড়তে চলেছে।

 আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories