110

তারপরেই বেজে যাবে দামাম
শুরু হয়ে যাবে কলকাতা ডার্বি।
210
মুখোমুখি হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল
গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলতে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
310
নিঃসন্দেহে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে সবুজ মেরুন ব্রিগেড
তবে লড়াই থেকে পিছু হটতে নারাজ লাল হলুদ শিবিরও।
410
তবে ইস্টবেঙ্গলের চিন্তার কারণ বাড়িয়ে দিয়েছে আনোয়ারের চোট
গত ম্যাচেই চোট পেয়েছিলেন তিনি। ফলে, ডার্বিতে কার্যত অনিশ্চিত এই তারকা ডিফেন্ডার।
510
কিন্তু হুঙ্কার দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো
তাঁর কথায়, “এই ধরনের ম্যাচে কি কেউ আন্ডারডগ থাকে নাকি? পুরো ৫০-৫০ গেম হবে।"
610
এই মুহূর্তে ইস্টবেঙ্গল লিগ টেবিলের একেবারে শেষদিকে
তবে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।
710
অন্যদিকে, লিগ টেবিলের শীর্ষে থেকে ডার্বি খেলতে নামছে মোহনবাগান
ফলে, আত্মবিশ্বাসের দিক দিয়েও তারা অনেকটা এগিয়ে। শুধু তাই নয়, গত ডার্বিতেও তারা জয় পেয়েছে।
810
তবে দলকে কিছুটা সমস্যায় ফেলেছে অনিরুদ্ধ থাপার চোট
কমপক্ষে ১০-১২ দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে, ডার্বি খেলা হচ্ছে না থাপার।
910
কিন্তু কোচ মোলিনা কী জানালেন?
পরিষ্কার বলে দিলেন, “আমরা প্রস্তুত।"