আর মাত্র বাকি কয়েকটা ঘণ্টা।
শুরু হয়ে যাবে কলকাতা ডার্বি।
গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলতে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
তবে লড়াই থেকে পিছু হটতে নারাজ লাল হলুদ শিবিরও।
গত ম্যাচেই চোট পেয়েছিলেন তিনি। ফলে, ডার্বিতে কার্যত অনিশ্চিত এই তারকা ডিফেন্ডার।
তাঁর কথায়, “এই ধরনের ম্যাচে কি কেউ আন্ডারডগ থাকে নাকি? পুরো ৫০-৫০ গেম হবে।"
তবে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।
ফলে, আত্মবিশ্বাসের দিক দিয়েও তারা অনেকটা এগিয়ে। শুধু তাই নয়, গত ডার্বিতেও তারা জয় পেয়েছে।
কমপক্ষে ১০-১২ দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে, ডার্বি খেলা হচ্ছে না থাপার।
পরিষ্কার বলে দিলেন, “আমরা প্রস্তুত।"
অপরদিকে লিস্টন এবং মনবীর লাগাতার উইং দিয়ে আক্রমণে উঠে আসতে পারেন। ফলে, ইস্টবেঙ্গলের রক্ষণের উপর চাপ বাড়তে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।