প্রসঙ্গত, গত ম্যাচে ৯ জনের ইস্টবেঙ্গলকে পেয়েও জিততে পারেনি মহামেডান।
নড়বড়ে জায়গা থেকে শুরু করছে মহামেডান। বুধবার, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর অন্যতম কঠিন ম্যাচে খেলতে নামছে মহামেডান।
কারণ, বিপরীতে রয়েছে বেঙ্গালুরু এফসি। আর এই ম্যাচের ফল যদি ভালো না হয়, কোচ আন্দ্রে চেরনিশভের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে যেতে পারে।
প্রসঙ্গত, গত ম্যাচে ৯ জনের ইস্টবেঙ্গলকে পেয়েও জিততে পারেনি মহামেডান। আর তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাহলে কি ফুটবলাররা মোটিভেট করতে পারছেন না নিজেদের? শুধু তাই নয়, ম্যাচটি জিততে না পেরে যথেষ্ট সমালোচিত হয়েছিলেন কোচ আন্দ্রে চেরনিশভও।
যদিও বেঙ্গালুরু ম্যাচের আগের দিন কোচ অকপটে জানিয়েছেন, “সবাই এখানে পেশাদার। তাই নিজেদের মোটিভেট করতে এই তথ্যটাই যথেষ্ট।” এমনকি, মঙ্গলবার দলকে উজ্জীবিত করতে মাঠে উপস্থিত হয়েছিলেন ইনভেস্টার কর্তা দীপক সিং এবং ক্লাব কর্তা কামারউদ্দিন আহমেদ।
তারা দুজনই অনুশীলন শেষে কোচ এবং ফুটবলারদের সঙ্গে কথা বলেন। দলের হেডকোচ বলছেন, “বেঙ্গালুরু এফসির ১১ জন ফুটবলার খেলবে। মাত্র তিনজন তো আর খেলবে না। তাই আমাকে গোটা দল নিয়েই ভাবতে হচ্ছে।” তবে সাদাকালো ব্রিগেডের হয়ে আদজেই না খেললে, রক্ষণের দায়িত্বে থাকবেন ফ্লোরেন্ট ওগিয়ের।
কিন্তু তিনিও এখনও পর্যন্ত নিজেকে সেইভাবে মেলে ধরতে পারেননি। উল্লেখ্য, হায়দ্রাবাদ এফসি ম্যাচে তাঁর ব্যাকপাস থেকেই গোল খেতে হয়েছে। তাই বেঙ্গালুরুকে আটকাতে হলে এই ফরাসি ডিফেন্ডারকে বিশেষ ভূমিকা নিতেই হবে।
কিন্তু নিঃসন্দেহে বলা চলে, অন্যতম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে মহামেডান। আর তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।