'৮ মাস বেতন পাইনি,' বাংলাদেশের ক্লাবের বিরুদ্ধে সরব ব্রাজিলিয়ান তারকা, আসছেন ইস্টবেঙ্গলে?

সংক্ষিপ্ত

গত কয়েক বছরে বাংলাদেশের সবচেয়ে সফল ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। নিয়মিত এএফসি কাপে খেলেছে এই ক্লাব। কিন্তু এবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ আনলেন ব্রাজিলিয়ান তারকা।

বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের ক্ষোভ উগরে দিয়ে চুক্তি শেষ করার কথা ঘোষণা করলেন ব্রাজিলিয়ান তারকা রবসন আজেভেদা। বুধবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টে রবসন লিখেছেন, ‘বসুন্ধরা কিংসের সঙ্গে আমার চুক্তি শেষ হতে চলেছে। ক্লাব ম্যানেজমেন্ট আমাকে অসম্মান করেছে। আমি ক্লাবের জন্য সর্বস্ব দিয়েছি। কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট তার প্রতিদানে কিছুই দেয়নি। ক্লাব ম্যানেজমেন্টে এমন অনেকে আছে যারা নিজেদের স্বার্থই শুধু দেখে। এর ফলে শুধু খেলোয়াড়দেরই ক্ষতি হচ্ছে না, ক্লাবেরও ক্ষতি হচ্ছে। আমি বসুন্ধরা কিংস সমর্থকদের কাছে স্পষ্ট করে দিতে চাই, দু'পক্ষের আলোচনায় যাতে সমাধান পাওয়া যায়, সেই চেষ্টা করেছিলাম। কিন্তু কোনও প্রতিশ্রুতিই পালন করেনি ক্লাব। এই কারণে আমি ৮ মাস বেতন না পেয়ে ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করছি।'

বসুন্ধরা কিংস সমর্থকদের ধন্যবাদ জানালেন রবসন

Latest Videos

বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভের কথা জানালেও, সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন রবসন। সোশ্যাল মিডিয়া পোস্টে এই ব্রাজিলিয়ান ফুটবলার লিখেছেন, ‘আমি সব সমর্থক, খেলোয়াড় এবং কোচিং স্টাফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তাঁদের সঙ্গে কাজ করার সম্মান পেয়েছি। একসঙ্গে আমরা সবাই মিলে ইতিহাস তৈরি করেছি। আমরা বেশ কয়েকটি খেতাব জিতেছি। আমি দলের অধিনায়ক হওয়া এবং ১০ নম্বর জার্সি পরার সম্মান পেয়েছি। এএফসি কাপ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় জায়গায় বাংলাদেশের নাম পৌঁছে দিয়েছি। আমি খুশি মনে এবং সুস্থভাবে বাংলাদেশে আমার সময় শেষ করছি। জীবন থেমে থাকে না। আশা করি ভবিষ্যতে বসুন্ধরা কিংস ম্যানেজমেন্ট তাদের আদর্শ ফুটবলারদের মূল্য দেওয়া শিখবে। আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো এবং অবিস্মরণীয় মুহূর্তের জন্য আমি বসুন্ধরা কিংস ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই।’

ইস্টবেঙ্গলে আসছেন রবসন?

ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ বসুন্ধরা কিংসের প্রধান কোচ ছিলেন। তাঁর জন্যই রবসন ইস্টবেঙ্গলে আসতে পারেন বলে জল্পনা চলছে। ক্লেইটন সিলভার পরিবর্তে ইস্টবেঙ্গলে আসতে পারেন রবসন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পারথের গ্যালারিতে ইস্টবেঙ্গলের জার্সি হাতে সমর্থক, মোহনবাগানের অনুশীলনে অস্ট্রেলিয়ার পোশাকে ম্যাকলারেন

মহামেডান স্পোর্টিং ক্লাবে গুরুত্বপূর্ণ ভূমিকা, ইস্টবেঙ্গল ছাড়লেন শ্রাচী স্পোর্টসের কর্তারা

বিরতির পর শুরু অনুশীলন, নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Nadia News: রাম নবমীর পুজো উদ্বোধনের আগেই শুভেন্দুর বিরুদ্ধে ‘কালো বার্তা’, রানাঘাটে চরম উত্তেজনা!
'আগামী দিনে মমতাকে জেলে থাকতে হবে সেই ব্যবস্থা করা হচ্ছে', মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য্যের