ISL: জেতা ম্যাচে ফের হার মহামেডানের, ২-১ গোলে সাদাকালো ব্রিগেডকে হারাল বেঙ্গালুরু এফসি

Published : Nov 27, 2024, 11:08 PM ISTUpdated : Nov 27, 2024, 11:45 PM IST
Mohammedan vs Bangalore

সংক্ষিপ্ত

আবারও জেতা ম্যাচ হারল মহামডান। 

আবারও হৃদয় ভাঙল সাদাকালো ব্রিগেডের। ঘরের মাঠে মহামেডানের জেতা ম্যাচে হার।

বলা চলে, জয় যেন ছিনিয়ে নিয়ে গেলেন সুনীল ছেত্রীরা। গোটা ম্যাচে দাপুটে পারফরফরম্যান্সের পরেও, কার্যত শূন্য হাতেই ফিরতে হল মহামেডান স্পোর্টিং দলকে। সুনীল ছেত্রীর জোড়া গোলের সুবাদে ২-১ ব্যবধানে মহামেডানকে হারাল বেঙ্গালুরু এফসি।

আগের ম্যাচে ৯ জনের ইস্টবেঙ্গলকে পেয়েও হারাতে পারেনি মহামডান। ফুটবলাররাও বেশ ভালো মতোই জানেন যে, আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে সমর্থকরা বেজায় অখুশি। এদিন সম্ভবত সেই কারণেই নিজেদের সেরাটা দিতে চেয়েছিলেন মহামেডান ফুটবলাররা।

বুধবার, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের একেবারে শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে মহামেডান। খেলার ৮ মিনিটেই, মানজোকির অনবদ্য গোলে এগিয়ে যায় সাদাকালো ব্রিগেড। তারপর থেকে পুরো ম্যাচেই লড়াই কার্যত সমানে সমানে হয়। বলা যায়, শেয়ানে শেয়ানে টক্কর।

কিন্তু ম্যাচের একেবারে শেষদিকে সবাইকে চমকে দিয়ে ম্যাচে ফিরে এল বেঙ্গালুরু এফসি। খেলার ৮২ মিনিটেম পেনাল্টি থেকে নিখুঁত দক্ষতায় গোল করে সমতা ফেরালেন ছেত্রী। তারপর অতিরিক্ত সময়ে এসে দুর্দান্ত হেডারে জয় ছিনিয়ে আনলেন আনা।

যে মহামেডান প্রায় ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল, তাদেরকেই শেষমেশ খালি হাতে ফিরতে হল। সবটাই যেন সেই সুনীলের দক্ষতায়। তবে এদিনও মাঠে উপস্থিত সাদাকালো সমর্থকরা রেফারির সিদ্ধান্ত একেবারেই ভালোভাবে নেননি। ফলে, এদিন শেষ মুহূর্তের এই হারের জেরে মহামেডান লিগ টেবিলে হায়দ্রাবাদ এফসির নিচেই রয়ে গেল।

আর উল্টোদিকে শেষ মুহূর্তের নাটকীয় জয়ের ফলে বেঙ্গালুরুর এফসি মোহনবাগানকে টপকে লিগ টেবিলে সবার উপরে পৌঁছে গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?
Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির