ISL: পালতোলা নৌকাকে কি রুখতে পারবে মহামেডান? মেগা ডার্বির আগে পারদ চড়ছে

Published : Feb 01, 2025, 04:07 PM IST
Mohun Bagan vs Mohammedan Sporting

সংক্ষিপ্ত

যুবভারতী যেন সরগরম। 

তারপরেই মেগা ডার্বিতে মুখোমুখি মোহনবাগান বনাম মহামেডান স্পোর্টিং। কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত বেকায়দায় রয়েছে সাদকালো ব্রিগেড। দলের প্রধান কোচ আন্দ্রে চেরনিশভ ইতিমধ্যেই রাশিয়া ফিরে গেছে। কারণ, তাঁর তিন মাসের বেতন এখনও বকেয়া। শুধু তিনি একাই নন, দলের ফুটবলাররাও এই নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন।

চলতি আইএসএল-এ মোট ১৭টি ম্যাচের মধ্যে মহামেডান জয় পেয়েছে মাত্র দুটিতে। পরাজিত হয়েছে দশটিতে এবং ড্র করেছে পাঁচটি ম্যাচ। মাত্র ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একদম শেষে রয়েছে মহমেডান।

কিন্তু উল্টোদিকে যদি একবার তাকিয়ে দেখা যায়? মোহনবাগান, তারা যেন একেবারে অশ্বমেধের ঘোড়া। ধীরে ধীরে আইএসএলে লিগ শিল্ড জয়ের লক্ষ্যে ছুটে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। আপাতত ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে জোসে মোলিনার ছেলেরা। জয় পেয়েছে মোট ১২টি ম্যাচে, তারা হেরেছে মাত্র দুটিতে এবং ড্র করেছে চারটি ম্যাচে।

তাই নিঃসন্দেহে শনিবারের ডার্বিতে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে মোহনবাগান। অন্যদিকে, ম্যাচের আগেরদিন মোলিনা জানালেন, ‘আমি মনে করি না যে, এই ম্যাচ খুব একটা সহজ হবে আমাদের জন্য। হ্যাঁ, এটা ঠিক যে, পয়েন্ট টেবিলে আমরাই শীর্ষস্থানে রয়েছি এখন। আর মহামডান আছে সবার শেষে। বাস্তবে দুটি দলের মধ্যে রয়েছে বিরাট পার্থক্য। তবে একাধিক সমস্যার মধ্যেও শেষ কয়েকটা ম্যাচে মহমেডান ফুটবলাররা যথেষ্ট মানসিক দৃঢ়তা দেখিয়েছে। আমরা জানি, আমাদের হারানোর জন্য নিজেদের উজাড় করে দেবে ওরা। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, ওদের বিরুদ্ধে খেলা খুবই কঠিন।”

অপরদিকে, ডার্বিতে মহামেডান ডাগ আউটে বসবেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। সাংবাদিক বৈঠকে এসে তিনি বললেন, “আমরা যখন খেলতাম, তখনও বেশ কয়েকবার বেতন সমস্যার মধ্যে পড়েছি। আমরা খেলতে চাইতাম না। কিন্তু এখন ফুটবলাররা অনেক বেশি পেশাদার। তাই ওরা মাঠে নেমে নিজেদের সেরাটাই দেয়। তবে এটা ঠিক যে, চাহিদা পূরণ না হলে ফুটবলারদের কাছ থেকে ১০০% পাওয়া সত্যিই কঠিন। সকলেই এই ম্যাচের গুরুত্ব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তাছাড়া আমাদের তো আর হারানোর কিছু নেই। তাই মোহনবাগানকে সম্মান করলেও ভয় পাচ্ছি না কোনওভাবেই।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল