গোলের সুযোগ নষ্ট করে মুম্বইয়ের বিরুদ্ধে ড্র, আইএসএল-এ এগারোর গেরো কাটাল ইস্টবেঙ্গল

Published : Jan 31, 2025, 11:48 PM ISTUpdated : Feb 01, 2025, 12:24 AM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

চোটের জন্য দলের বেশিরভাগ তারকা ফুটবলার মাঠের বাইরে। তা সত্ত্বেও ভাঙা দল নিয়েই লড়ে যাচ্ছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ।

মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করে চলতি আইএসএল-এ এগারোর গেরো কাটাতে সক্ষম হল ইস্টবেঙ্গল। দীর্ঘদিন ধরে লিগ টেবলে একাদশতম স্থানে ছিল অস্কার ব্রুজোঁর দল। তবে শুক্রবার মূল্যবান পয়েন্ট পাওয়ায় ১৮ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১০ নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। ১৯ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেয়েছে চেন্নাইয়িন এফসি। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় চেন্নাইয়িনের চেয়ে এগিয়ে ইস্টবেঙ্গল। শুক্রবার জয় পাওয়ার মতোই খেলেছেন বিষ্ণু পি ভি, নাওরেম মহেশ সিংরা। কিন্তু একাধিক সহজ সুযোগ নষ্ট করায় এবং পোস্ট বাধা হয়ে দাঁড়ানোয় জয় পেল না ইস্টবেঙ্গল। তবে এদিন জয় না পেলেও, ইস্টবেঙ্গলের পারফরম্যান্স প্রশংসা আদায় করে নিল।

হতাশাজনক পারফরম্যান্স লাল-হলুদের গ্রিক স্ট্রাইকারের

আইএসএল-এর গত মরসুমে সবচেয়ে বেশি গোল করেছিলেন গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস। কিন্তু চলতি মরসুমে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছেন না। শুক্রবারও একাধিক সহজ সুযোগ নষ্ট করলেন এই গ্রিক স্ট্রাইকার। ৪৪ মিনিটে মুম্বইয়ের দুই ডিফেন্ডারকে টপকে বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়িয়ে থাকা দিমিত্রিওসকে বল বাড়ান বিষ্ণু। কিন্তু দুই গজ দূর থেকে ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন গ্রিক স্ট্রাইকার। এরপর প্রথমার্ধের সংযোজিত সময়ে দিমিত্রিওসের বাঁ পায়ের শট পোস্টে লেগে ফিরে আসে। ৫৯ মিনিটে লেফট উইং থেকে দিমিত্রিওসকে বল বাড়ান রিচার্ড সেলিস। কিন্তু এবারও গোল করতে ব্যর্থ হন গ্রিক স্ট্রাইকার। ৭৫ মিনিটে তাঁর হেড পোস্টে লেগে ফিরে আসে। এত সুযোগ নষ্ট না হলে মুম্বই থেকে তিন পয়েন্ট নিয়েই কলকাতায় ফিরত ইস্টবেঙ্গল।

নতুন ভূমিকায় সফল নন্দকুমার

দলে চোট-আঘাতের পরিপ্রেক্ষিতে নন্দকুমার শেখরকে রাইট ব্যাক হিসেবে খেলাচ্ছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। নতুন ভূমিকায় ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন নন্দকুমার। অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন বিষ্ণু। অস্কারের কোচিংয়ে ভাঙা দল নিয়েই লড়াই চালাচ্ছে ইস্টবেঙ্গল। পুরো দল পেলে হয়তো লাল-হলুদ ব্রিগেডকে লিগ টেবলে ভালো জায়গায় নিয়ে যেতে পারেন অস্কার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নজর কাড়লেন নতুন বিদেশি, রক্ষণের ভুলে এফসি গোয়ার বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

হারের খরা কাটিয়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়, সুপার সিক্সের আশায় ইস্টবেঙ্গল

নজর কাড়লেন নতুন বিদেশি, রক্ষণের ভুলে এফসি গোয়ার বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?