ISL: একাধিক সুযোগ নষ্ট! ছন্নছাড়া ফুটবলে অপেক্ষাকৃত দুর্বল ওড়িশাকে হারাতে পারল না মহামেডান

লাগাতার ব্যর্থ সাদাকালো ব্রিগেড।

আবারও ব্যর্থ মহামেডান। যদিও এই ম্যাচে নজর ছিল ইস্টবেঙ্গলেরও।

কিন্তু খেলা শেষে হতাশ কলকাতার দুই প্রধানই। একাধিক সুযোগ নষ্টের খেসারৎ দিল সাদাকালো ব্রিগেড। ভুবনেশ্বরের মাটিতে ওড়িশা এফসিকে হারাতে পারল না মহামেডান এবং ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায়। যার ফলে, চাপ বেড়ে গেল লাল হলুদ ব্রিগেডের উপরেও।

Latest Videos

এমনিতেই পয়েন্ট টেবিলের নিরিখে দেখতে গেলে মহামেডান আইএসএল-এর সবথেকে দুর্বল দল। কিন্তু শুক্রবার, ওড়িশা এফসির বিরুদ্ধে তারা ভালো অবস্থায় দাঁড়িয়েই নেমেছিল। কারণ, ওড়িশার নিজেদের একাধিক দুর্বলতা। একদিকে তো কার্ড সমস্যায় ছিলেন না হুগো বুমোস এবং মোর্তাদা ফলের মতো তারকা।

তাছাড়া চোটের জন্য ছিলেন না দিয়েগো মরিসিও। অন্যদিকে, ব্যক্তিগত সমস্যায় খেলেতে পারেননি আহমেদ জাহুও। ফলে, দ্বিতীয় সারির দল নামাতে বাধ্য হয়েছিল ওড়িশা। আর সেই দলের বিরুদ্ধে নিজেদের সেরা দল নামানোরই সুযোগ ছিল মহামেডান কোচ মেহেরাজউদ্দিন ওয়াডুর সামনে। কিন্তু ওড়িশার দ্বিতীয় সারির দলকেও তারা হারাতে পারলেন না।

কিন্তু এটা ঠিক যে, এদিন ওড়িশার বিরুদ্ধে একেবারে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মহামেডান। একের পর এক সুযোগও চলে আসে তাদের সামনে। কিন্তু ওগিয়ের কিংবা ফ্র্যাঙ্কারা কোনওটাই কাজে লাগাতে পারেননি সঠিকভাবে।

গোটা ম্যাচে মহামেডান মোট ১৮টি শট নিয়েছে এবং টার্গেটে মাত্র দুটি রাখতে পেরেছে। প্রায় নিশ্চিত গোলের সুযোগ ছিল চারটি। কিন্তু সেগুলি তারা কাজে লাগাতে পারেননি। বলা চলে, একাধিক মিস করেন মহামেডানের আক্রমণভাগের ফুটবলাররা। যার জেরেই ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

মালদার মোথাবাড়ির ভিডিও শেয়ার করায় কয়েকজন হিন্দু যুবককে গ্রেফতার, ক্ষোভ উগরালেন অগ্নিমিত্রা
বন্ধ ইন্টারনেট! থমথমে মোথাবাড়ি, গ্রেফতার ৩৪, সতর্ক প্রশাসন | Mothabari Latest Update | Malda News
Basanti News: স্বামীর মৃত্যুর পর শুরু নরকযন্ত্রণা! কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এইরকম করল ভাসুর-দেওর
কাঁথিতে হাতাহাতি! সামান্য সমবায়ের ভোটেও তৃণমূলের 'দাদাগিরি'! দেখুন | Purba Medinipur News | Contai
ব্যাংকক থেকে ফিরেও শিউরে উঠছেন ভূমিকম্পের কথা ভেবে, দেখুন কী বলছেন তাঁরা | Thailand Earthquake