শুভাশিস-মনবীরের জোড়া গোল, মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৪-০ জয় মোহনবাগান সুপার জায়ান্টের

Published : Feb 01, 2025, 10:55 PM ISTUpdated : Feb 01, 2025, 11:27 PM IST
Mohun Bagan SG

সংক্ষিপ্ত

এবারের আইএসএল-এ পালতোলা নৌকা তরতর করে এগিয়ে চলেছে। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সমস্যায় জর্জরিত মহামেডান স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট।

শুভাশিস বসু ও মনবীর সিংয়ের জোড়া গোলে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪-০ উড়িয়ে চলতি আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমার্ধের শেষে ৩-০ এগিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। দ্বিতীয়ার্ধে আর একটিমাত্র গোল হল। প্রথমার্ধের শেষদিকে লাল কার্ড দেখেন মিরজালল কাশিমভ। ফলে পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলতে হয় মহামেডান স্পোর্টিং ক্লাবকে। এই জয়ের ফলে ১৯ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে, ১৮ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে সবার শেষে ১৩ নম্বরে থাকল মহামেডান স্পোর্টিং ক্লাব। বকেয়া অর্থ না পাওয়া নিয়ে কোচ-ফুটবলারদের বিদ্রোহের পরিপ্রেক্ষিতে সাদা-কালো ব্রিগেড এখন অগ্নিগর্ভ। এদিন বড় ব্যবধানে হার সেই বিদ্রোহের আগুনে ঘি ঢালল। মহামেডান স্পোর্টিং সমর্থকরা ক্লাবের অন্যতম কর্তা কামারউদ্দিনকে লক্ষ্য করে 'গো-ব্যাক' স্লোগান দিলেন।

যুবভারতীতে সবুজ-মেরুন ঝড়

মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে শনিবার মোহনবাগান সুুপার জায়ান্ট যে জয় পাবে, সে বিষয়ে কারও সন্দেহ ছিল না। শুধু ব্যবধান কী হবে, সেটা নিয়েই সবার আগ্রহ ছিল। ম্যাচের শুরুতেই জয় নিশ্চিত করে ফেলে সবুজ-মেরুন ব্রিগেড। ১২ মিনিটে বক্সের মধ্যে জটলা থেকে ফাঁকায় বল পেয়ে প্রথম গোল করেন শুভাশিস। এরপর ২০ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান মনবীর। ৪৩ মিনিটে জেসন কামিংসের ফ্রি-কিক থেকে বক্সের মধ্যে অসামান্য টাচে শুভাশিসকে বল বাড়ান জেমি ম্যাকলারেন। গোল করতে ভুল করেননি শুভাশিস। এরপর ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন মনবীর।

ইস্টবেঙ্গলকে কটাক্ষ মোহনবাগান সমর্থকদের

লিগ টেবলে মোহনবাগান সুপার জায়ান্ট যখন শীর্ষে, তখন ১০ নম্বরে ইস্টবেঙ্গল। এই বিষয়টি নিয়ে টিফোর মাধ্যমে লাল-হলুদ সমর্থকদের ব্যঙ্গ করলেন সবুজ-মেরুন সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় দুই দলের সমর্থকদের লড়াই দেখা যায়। একইসঙ্গে টিফোর মাধ্যমেও লড়াই চলছে। ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের এই লড়াই রীতিমতো উপভোগ করছেন ফুটবলপ্রেমীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের রেফারিং-বিতর্ক, ১০ জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় মোহনবাগান সুপার জায়ান্টের

জয় দিয়ে নতুন বছর শুরু, আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই মোহনবাগান সুপার জায়ান্ট

শেষমুহূর্তে দুরন্ত ফ্রি-কিকে কাসিমভের গোল, বেঙ্গালুরুকে হারিয়ে চমক মহামেডান স্পোর্টিংয়ের

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?