'গো ব্যাক' বলেছিলেন সমর্থকরা, তাঁদেরই শুভেচ্ছা জানিয়ে কলকাতা ছাড়লেন কার্লেস কুয়াদ্রাত

Published : Oct 04, 2024, 04:05 PM ISTUpdated : Oct 04, 2024, 04:28 PM IST
Carles Cuadrat

সংক্ষিপ্ত

ইস্টবেঙ্গলের ইতিহাসে প্রথম কোচ হিসেবে টানা পাঁচ ম্যাচে হারের পর কার্লেস কুয়াদ্রাতের পক্ষে আর দায়িত্বে থাকা সম্ভব ছিল না। পদত্যাগ করার পর কলকাতা ছেড়েছেন কুয়াদ্রাত।

গত মরসুম থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের ম্যাচ থাকলেই একটা ব্যানার দেখা যেত। সেই ব্যানারে প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাতের ছবির সঙ্গে লেখা থাকত, 'আমাদের একজন'। আইএসএল-এ এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন সেই ইস্টবেঙ্গল সমর্থকরাই 'গো ব্যাক' বলেছিলেন। এরপর পদত্যাগ করেন কুয়াদ্রাত। তিনি কলকাতা ছেড়েছেন। তবে বিদায়বেলায় কোনও তিক্ততা চাননি লাল-হলুদের প্রাক্তন প্রধান কোচ। কলকাতা ছাড়ার আগে তিনি ইস্টবেঙ্গল ক্লাব ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে কুয়াদ্রাত লিখেছেন, ‘আমরা একসঙ্গে যে স্মৃতি তৈরি করেছি, তার জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে ধন্যবাদ। এই মহান ক্লাবের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে সম্মান ও গর্বের। আমি যে মুহূর্ত থেকে এই ক্লাবের প্রতিনিধিত্ব করার অর্থ বুঝতে পেরেছি, ইতিহাসের কথা জানতে পেরেছি, তখন থেকেই উত্তরাধিকার রেখে যাওয়ার চেষ্টা করেছি। সমর্থকরা ক্লাবকে ভালোবাসে। ভবিষ্যতে সাফল্য ও আনন্দের জন্য আমি সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছি।’

দলের সবাইকে ধন্যবাদ জানালেন কুয়াদ্রাত

সোশ্যাল মিডিয়া পোস্টে কুয়াদ্রাত আরও লিখেছেন, ‘আমি ইমামি ম্যানেজমেন্ট, দলের সব কর্মী এবং খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। গত দেড় বছরে আমরা সাফল্য পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। আমাদের কাজ কখনও সহজ ছিল না।’

 

 

ভারতীয় ফুটবলে সাফল্য পেয়ে গর্বিত কুয়াদ্রাত

সোশ্যাল মিডিয়া পোস্টে লাল-হলুদের সদ্য প্রাক্তন কোচ আরও লিখেছেন, ‘আমাকে ২ বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেওয়ার জন্য ভারতীয় ফুটবলের কাছে কৃতজ্ঞ। ২০১৯ সালে বেঙ্গালুরু এফসি-র হয়ে আইএসএল জিতেছি এবং ২০২৪ সালে ইস্টবেঙ্গলের হয়ে কলিঙ্গ সুপার কাপ জিতেছি। আমার প্রতি সবসময় বিশ্বস্ত থাকা সাপার্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতেই হবে। ওদের পরিশ্রম, নিষ্ঠা, ভালোবাসা ছাড়া সাফল্য পাওয়া সম্ভব ছিল না। জয় ইস্টবেঙ্গল।’

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ইস্টবেঙ্গলে কার্লেস কুয়াদ্রাত যুগের অবসান, সিনিয়র দলে উত্থান বিনো জর্জের

'আইএসএল-এ একটা ম্যাচে জয় পেলেই ছন্দ ফিরে পাবে দল,' আত্মবিশ্বাসী বিনো জর্জ

অসুস্থতা কাটিয়ে ইস্টবেঙ্গলের অনুশীলনে সল ক্রেসপো, জামশেদপুরের বিরুদ্ধে খেলতে পারবেন?

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল