'আইএসএল-এ একটা ম্যাচে জয় পেলেই ছন্দ ফিরে পাবে দল,' আত্মবিশ্বাসী বিনো জর্জ

Published : Oct 03, 2024, 08:47 PM ISTUpdated : Oct 03, 2024, 08:57 PM IST
Bino George

সংক্ষিপ্ত

এবারের আইএসএল-এর শুরুতেই কোণঠাসা ইস্টবেঙ্গল। একমাত্র দল হিসেবে এখনও পয়েন্ট পায়নি বিনো জর্জের দল। এই অবস্থা থেকে প্রত্যাবর্তনের লক্ষ্যে লাল-হলুদ ব্রিগেড।

টানা ৩ ম্যাচে হার, কোচ বদল, খেলোয়াড়দের পারফরম্যান্স ও ফিটনেস নিয়ে প্রশ্ন। চলতি আইএসএল-এ পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা ইস্টবেঙ্গলে এখন ইতিবাচক কিছু খুঁজে পাওয়াই কঠিন। তবে এই অবস্থা থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন, দেখাচ্ছেন নতুন প্রধান কোচ বিনো জর্জ। শনিবার চলতি আইএসএল-এ নিজেদের চতুর্থ ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচের আগে বিনো বলেছেন, 'আমি জানি, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে দারুণভাবে প্রত্যাবর্তন ঘটাবে দল। খেলোয়াড়দের উপর আমরা পূর্ণ আস্থা আছে। ওদের দক্ষতার উপরেও ভরসা আছে। ওরা কঠোর পরিশ্রম করছে। গত ৩ ম্যাচের ফল আমাদের পক্ষে যায়নি। আমরা কিছু ভুল করেছি। তা সত্ত্বেও আমি জানি, ছেলেরা প্রত্যাবর্তন ঘটাতে পারে। এটাই ইস্টবেঙ্গলের চরিত্র। ফুটবলাররা নিজেদের দায়িত্ব জানে।'

প্রাক্তন কোচের প্রতি শ্রদ্ধা

সদ্য প্রাক্তন প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত প্রসঙ্গে বিনো বলেছেন, ‘কোচ কার্লেস গত দেড় মরসুমে দলের ভিত্তি গড়ে দিয়েছেন। আইএসএল-এ একটা ম্যাচে জয় পেলেই দল ছন্দ ফিরে পাবে। খেলোয়াড়দের অনুপ্রাণিত করে ওদের কাছ থেকে সেরাটা বের করে আনাই আমার কাজ।’

ভালো ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী বিনো

চলতি আইএসএল-এ একমাত্র দল হিসেবে এখনও পয়েন্ট পায়নি ইস্টবেঙ্গল। লিগ টেবলে ১৩ নম্বরে বিনোর দল। তা সত্ত্বেও লাল-হলুদের প্রধান কোচ বলেছেন, ‘আইএসএল লম্বা লিগ। আমাদের এখনও ২১ ম্যাচ বাকি। খেলোয়াড়দের মধ্যে ভালো বোঝাপড়া গড়ে উঠেছে। এই মরসুমে আমাদের দল শক্তিশালী। আমরা জয় পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি। আশা করি শনিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ভালো খেলে আমরা জয় পাব। সমর্থকদের কাছে আমার অনুরোধ, জামশেদপুরে এসে আমাদের সমর্থন করুন। আমরা ১০০ শতাংশ দেব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অসুস্থতা কাটিয়ে ইস্টবেঙ্গলের অনুশীলনে সল ক্রেসপো, জামশেদপুরের বিরুদ্ধে খেলতে পারবেন?

ইস্টবেঙ্গলে কার্লেস কুয়াদ্রাত যুগের অবসান, সিনিয়র দলে উত্থান বিনো জর্জের

পুরনো দলের বিরুদ্ধে বোরহা হেরেরার হ্যাটট্রিক, ১০ জনের গোয়ার কাছেও হার ইস্টবেঙ্গলের

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল