আইএসএলে নামার আগে কতটা প্রস্তুত বেঙ্গালুরু এফসি? দলের শক্তি এবং দুর্বলতা, জানুন বিশদে

আইএসএল (Indian Super League) শুরুর আগে তৈরি হচ্ছে তারাও। ভারতীয় ফুটবলের অন্যতম ধারাবাহিক দল হল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। একাধিক আইএসএল (ISL) ট্রফি রয়েছে তাদের দখলে।

আইএসএল (Indian Super League) শুরুর আগে তৈরি হচ্ছে তারাও। ভারতীয় ফুটবলের অন্যতম ধারাবাহিক দল হল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। একাধিক আইএসএল (ISL) ট্রফি রয়েছে তাদের দখলে।

যে দলের অন্যতম প্রাণভোমরা সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তবে সাম্প্রতিক সময়ে খুব একটা সাফল্যের মুখ দেখেনি তারা। গত মরশুমের লিগ টেবিলে তারা শেষ করেছিল দশম স্থানে। কিন্তু এবার আইএসএলে(ISL 2024-25) কি চেনা ছন্দে দেখা যাবে বেঙ্গালুরু এফসিকে? উঠছে প্রশ্ন।

Latest Videos

গত মরশুমের আইএসএলে মাত্র ২০টি গোল করেছিল বেঙ্গালুরু। তবে এবার তারা মুম্বই সিটি এফসি থেকে গোলমেশিন পেরেরা দিয়াজকে সই করিয়েছে। অন্যদিকে, রক্ষণে ভরসা জোগানোর জন্য এসেছেন অভিজ্ঞ রাহুল ভেকে। সেইসঙ্গে, ভারতীয় দলের ডিফেন্ডার চিংলেনসানা সিংও রয়েছেন।

অপরদিকে, মাঝমাঠে শক্তি বাড়ানোর জন্য রয়েছেন আলবার্তো নগুয়েরা। এছাড়া তিনকাঠির নিচে আছেন গুরপ্রীত সিং সান্ধু। নিঃসন্দেহে বড় শক্তি বেঙ্গালুরু এফসির জন্য।

কিন্তু সাম্প্রতিক সময়ে একেবারেই সেরা ছন্দে নেই সুনীল ছেত্রী। অধিকাংশ সময়েই বদলি হিসেবে মাঠে নামছেন তিনি। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ক্লাবের হয়ে কেমন খেলেন তিনি, সেটাই এখন দেখার বিষয়। গত বছরের ব্যর্থতার পরেও, বেঙ্গালুরু এফসি ভরসা রেখেছে কোচ জেরার্ড জারাগোজার উপর।

তাছাড়া ডুরান্ড কাপেও প্রত্যাশিত সাফল্য আসেনি। মাঝমাঠে নগুয়েরা এবং সুরেশ ছাড়া কাদের উপর তিনি ভরসা রাখেন, নজর রয়েছে সেদিকেও। এইমুহূর্তে দাঁড়িয়ে ধারাবাহিক হয়ে ওঠাও একটি নতুন চ্যালেঞ্জ বেঙ্গালুরুর সামনে।

সবমিলিয়ে, আইএসএল-এর আগে অনেকগুলো দিকেই নজর রাখতে হবে বেঙ্গালুরু এফসিকে। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখতে হবে তাদের। কারণ, ভারতীয় ফুটবলের অন্যতম ধারাবাহিক দল হল বেঙ্গালুরু এফসি। একাধিক আইএসএল ট্রফি রয়েছে তাদের দখলে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee