৪ মে ২০২৩-২৪ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ফাইনালে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ উড়িয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বই সিটি এফসি। এরপর ৪ মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। শুক্রবার সেই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই ২০২৪-২৫ মরসুমের আইএসএল-এর উদ্বোধনী ম্যাচে গত মরসুমের আইএসএল ফাইনালের পুনরাবৃত্তি হতে চলেছে। ফের মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে সমর্থকদের গর্জনকে অস্ত্র করে মুম্বইয়ের বিরুদ্ধে জয় তুলে নেওয়াই সবুজ-মেরুন শিবিরের লক্ষ্য। যে কোনও টুর্নামেন্টেরই প্রথম ম্যাচ কঠিন হয়। প্রথম ম্যাচে জয় পেলে পরের ম্যাচগুলির জন্য আত্মবিশ্বাস বেড়ে যাবে। এই কারণে শুক্রবার ৩ পয়েন্ট ছাড়া অন্য কিছু ভাবছে না সবুজ-মেরুন শিবির।
বদলার কথা ভাবছেন না সবুজ-মেরুন কোচ
মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ হোসে মলিনা আইএসএল-এর উদ্বোধনী ম্যাচের আগের দিন বলেছেন, 'গত মরসুমের বেশ কিছু ম্যাচ আমি দেখেছি। তবে এবার নতুন মরসুম। নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দলে নতুন ফুটবলারেরা এসেছে। গত মরসুমে আমি এখানে ছিলাম না। তাই পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। গত মরসুমে কী হয়েছে তা আমার মাথায় নেই।'
সময় চাইছেন মলিনা
এবার মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলন একটু দেরিতে শুরু হয়েছে। সব বিদেশি ফুটবলার অনুশীলনের শুরুতেই যোগ দেননি। ফলে দল ডুরান্ড কাপ ফাইনালে খেললেও, আইএসএল-এর প্রথম ম্যাচের আগে প্রস্তুতির অভাবের কথা বলছেন মলিনা। তাঁর বক্তব্য, ‘ডুরান্ড কাপ প্রস্তুতির উপযুক্ত মঞ্চ নয়। মাত্র ৬ সপ্তাহ প্রস্তুতির মাধ্যমে কোনও দলকে ফিটনেস বা বোঝাপড়ার দিক থেকে সেরা পর্যায়ে তুলে সম্ভব হয় না। আমাদের আরও সময় দরকার। আমরা ডুরান্ড কাপের কথা ভুলে গিয়েছি। এখন আমাদের নজর একমাত্র আইএসএল-এ।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ভবানীপুরের বিরুদ্ধে সহজ জয়, কলকাতা লিগে সুপার সিক্সের শুরুতেই ছন্দে মহামেডান স্পোর্টিং
কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৪-১ জয়, কলকাতা লিগে সুপার সিক্সেও অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল
গড়ের মাঠে ফের আর জি কর নিয়ে প্রতিবাদ, বিচারের দাবিতে সরব ইস্টবেঙ্গল সমর্থকরা