সোমবারের মধ্যে জানাতে হবে হোম ভেন্যু, আইএসএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে নির্দেশ ফেডারেশনের

Published : Jan 11, 2026, 02:07 PM ISTUpdated : Jan 11, 2026, 02:22 PM IST
Indian Super League

সংক্ষিপ্ত

Indian Super League 2026: ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল। দীর্ঘ জটিলতা, অনিশ্চয়তার পর এই লিগ শুরু হতে চলায় ভারতীয় ফুটবল মহলে স্বস্তি ফিরেছে। আইএসএল-এর ক্রীড়াসূচি নিয়ে আলোচনা করছে এআইএফএফ।

DID YOU KNOW ?
আইএসএল-এর বাজেট সীমিত
এবারের আইএসএল আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটলেও, বাজেট নিয়ে সমস্যায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কোনও বাণিজ্যিক সংস্থার সঙ্গে চুক্তি করার চেষ্টা চালানো হচ্ছে।

Indian Football: এবারের আইএসএল-এ (Indian Super League 2026) যে ক্লাবগুলি যোগ দিচ্ছে, তাদের সোমবার দুপুরের মধ্যে হোম ভেন্যু জানাতে হবে। এমনই নির্দেশ দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের আইএসএল। কিন্তু এখনও ক্রীড়াসূচি ও সম্প্রচারের বিষয়ে চূড়ান্ত কিছু জনানো হয়নি। ক্লাবগুলি হোম ভেন্যু জানালে তারপরেই সূচি তৈরি করা হবে এবং সম্প্রচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার দুপুরের মধ্যে হোম ভেন্যু জানানোর পাশাপাশি ক্লাবগুলিকে পার্টিসিপেশন ফি-ও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ফেডারেশন। আশা করা হচ্ছে, ১৪টি দলই আইএসএল-এ যোগ দেবে। ওড়িশা এফসি (Odisha FC) যদি আর্থিক সমস্যা মিটিয়ে নিতে পারে, তাহলে খেলবে। না হলে এই ফ্র্যাঞ্চাইজিকে বাদ দিয়েই হবে আইএসএল।

দ্রুত ক্রীড়াসূচি চূড়ান্ত করার পথে এআইএফএফ

এক বিবৃতিতে এআইএফএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এআইএফএফ-কে সম্প্রচারকারী সংস্থা চূড়ান্ত করা, বাণিজ্যিক স্বত্ব সংক্রান্ত সংস্থা চূড়ান্ত করা এবং আসন্ন মরসুমের ক্রীড়াসূচি চূড়ান্ত করার বিষয়ে সহায়তা করার জন্য আমরা ক্লাবগুলিকে অনুরোধ করছি, কোথায় হোম ম্যাচ খেলবে, সেই ভেন্যু ১২ জানুয়ারি বেলা ১২টার মধ্যে জানাতে হবে। আমরা ফের জানাতে চাই, ২০২৫-২৬ মরসুমের আইএসএল আয়োজনের বিষয়ে এআইএফএফ যে প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে ক্লাবগুলির কাছ থেকে সহযোগিতা চাওয়া হচ্ছে।’

কোটি টাকা করে দিতে হবে ক্লাবগুলিকে

এআইএফএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, '২০২৫-২৬ মরসুমের আইএসএল-এর জন্য ২৪ কোটি ২৬ লক্ষ ৭৪ হাজার টাকা বাজেট ধরা হয়েছে। প্রাথমিকভাবে ৯ কোটি ৭৭ লক্ষ ৪০ হাজার টাকা দিয়েছে এআইএফএফ। যে ক্লাবগুলি আইএসএল-এ যোগ দিচ্ছে, তাদের এক কোটি টাকা করে দিতে হবে।' এর আগে ফেডারেশন জানিয়েছিল, ক্লাবগুলি যদি এখনই পুরো টাকা দিতে না পারে, তাহলে চলতি বছরের জুনের মধ্যে ধাপে ধাপে পার্টিসিপেশন ফি জমা দিতে পারবে। তবে এবার জানানো হল, সোমবারের মধ্যে টাকা দিতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৬।
দীর্ঘ জটিলতার পর ঠিক হয়েছে, ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৬।
Read more Articles on
click me!

Recommended Stories

এফএ কাপ: তৃতীয় ডিভিশনের ক্লাবের বিরুদ্ধে ১০-১ জয়, শুরুতেই ছন্দে ম্যাঞ্চেস্টার সিটি
FIFA World Cup 2026: মোট ১২৪৮ জন ফুটবলারের ছবি তুলবে ফিফা, নয়া প্রযুক্তি আসছে বিশ্বকাপে?