FA Cup 2025-26: এফএ কাপের ম্যাচে অনেক সময়ই দেখা যায় ইংল্যান্ডের (England) দ্বিতীয় বা তৃতীয় ডিভিশনের দলগুলি অভাবনীয় জয় ছিনিয়ে নেয়। কিন্তু ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) ক্ষেত্রে সেরকম কিছু হল না। বরং তৃতীয় ডিভিশনের ক্লাবই লজ্জায় পড়ে গেল।

DID YOU
KNOW
?
গুয়ার্দিওলার নতুন নজির
পেপ গুয়ার্দিওলা ম্যানেজার হওয়ার পর সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি।

Manchester City vs Exeter City FC: এবারের এফএ কাপে (FA Cup) নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের (England) ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের ক্লাব এগজেটার সিটি এফসি-কে (Exeter City FC) ১০-১ উড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি। এফএ কাপে তৃতীয় রাউন্ডের ম্যাচে নিজেদের ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে (Etihad Stadium) বিপক্ষ দলকে পর্যুদস্ত করে দিল পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল। এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League) দ্বিতীয় স্থানে ম্যান সিটি। আর্সেনালের (Arsenal) সঙ্গে পয়েন্টের ব্যবধান ছয়। সেই ব্যবধান ঘোচানো সম্ভব হবে কি না, সেটা সময়ই বলে দেবে। তবে এফএ কাপের শুরুটা যেভাবে করল ম্যান সিটি, তাতে তারা এই টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের তুলে ধরল।

পূর্ণশক্তির দল নিয়ে বড় জয় গুয়ার্দিওলার

প্রতিপক্ষ দুর্বল হলেও, দলে কোনওরকম আত্মতুষ্টি আসতে দেননি গুয়ার্দিওলা। তিনি এই ম্যাচে পূর্ণশক্তির দলই নামান। ফলও পাওয়া গেল হাতেনাতে। শুরু থেকে শেষপর্যন্ত দাপট দেখিয়ে জয় পেল ম্যান সিটি। ১২ মিনিটে প্রথম গোল করেন ম্যাক্স অ্যালিনে (Max Alleyne)। এরপর ২৪ মিনিটে ব্যবধান বাড়ান রডরি (Rodri)। এরপর ৪২ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন জেক ডয়েল-হেয়েজ (Jake Doyle-Hayes)। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ফের আত্মঘাতী গোল করেন জ্যাক ফিৎজওয়াটার (Jack Fitzwater)। প্রথমার্ধের শেষে ৪-০ এগিয়েছিল ম্যান সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান রিকো লিউইস (Rico Lewis)। ৫৪ মিনিটে ষষ্ঠ গোল করেন অ্যান্টনি সেমেনিও (Antoine Semenyo)। তিনি ম্যান সিটির হয়ে অভিষেক ম্যাচেই গোল করলেন। ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান তিয়ানি রেয়িন্ডার্স (Tijjani Reijnders)। ৭৯ মিনিটে অষ্টম গোল করেন নিকো ও'রেইলি (Nico O’Reilly)। ৮৬ মিনিটে নবম গোল করেন রায়ান ম্যাকএইডু (Ryan McAidoo)। ৯০ মিনিটে এগজেটার সিটি এফসি-র হয়ে একমাত্র গোল করেন জর্জ বার্ক (George Birch)। এরপর ম্যান সিটির হয়ে দশম গোল করেন রিকো। একমাত্র তিনিই ১১ গোলের ম্যাচে জোড়া গোল করেন।

৩৯ বছরের পুরনো নজির স্পর্শ ম্যান সিটির

গুয়ার্দিওলা ম্যান সিটির ম্যানেজার হওয়ার পর সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল দল। এফএ কাপে ১৯৮৭ সালে কোনও ম্যাচে ১০ গোল দিয়েছিল এই ক্লাব। ৩৯ বছর পর তারা সেই নজির স্পর্শ করল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।