Indian Super League: দীর্ঘ জটিলতা, অনিশ্চয়তার পর শেষপর্যন্ত ফিফা-র (FIFA) কাছে ফুটবলারদের কাতর আর্জির পর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে শুরু হতে চলেছে আইএসএল। এ বিষয়ে আর কোনও অনিশ্চয়তা নেই। সব ফ্র্যাঞ্চাইজিই খেলবে।
KNOW
Indian Super League 2026: ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে (Valentine's Day) শুরু হচ্ছে আইএসএল। মঙ্গলবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Sports Minister Mansukh Mandaviya)। গত বছরের সেপ্টেম্বরে এই লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এফএসডিএল-এর (Football Sports Development Limited) সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) চুক্তি নিয়ে জটিলতার কারণে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের লিগ এতদিন শুরু করা যায়নি। এবার ক্রীড়ামন্ত্রক, এআইএফএফ ও আইএসএল ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের বৈঠকে জট কাটল। সবপক্ষই লিগ শুরু করার বিষয়ে সম্মতি জানাল। ফলে ভারতীয় ও বিদেশি ফুটবলাররা স্বস্তি পেলেন। ফুটবলপ্রেমীরাও ক্রীড়ামন্ত্রীর এই ঘোষণায় খুশি। সবারই আশা, অন্য মরসুমগুলির তুলনায় কম ম্যাচ হলেও, ভালোভাবেই হবে এবারের আইএসএল।
সব ফ্র্যাঞ্চাইজিই আইএসএল-এ খেলবে
ক্রীড়ামন্ত্রী বলেছেন, 'আইএসএল ঘিরে অনেক জল্পনা চলছিল। তবে আজ সরকার, ফুটবল ফেডারেশন ও এই লিগের ১৪টি ক্লাবই বৈঠকে যোগ দেয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৪ ফেব্রুয়ারি শুরু হবে আইএসএল। সব ক্লাবই যোগ দেবে।' গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant), ইস্টবেঙ্গল (East Bengal FC) খেলবে বলেই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
আই লিগ নিয়েও জট কাটল
মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী ও আইএসএল-এর ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে (AIFF President Kalyan Chaubey)। তিনি জানিয়েছেন, আইএসএল-এর পাশাপাশি আই লিগ (I-League) নিয়েও জট কেটে গিয়েছে। এবারের আইএসএল-এ হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ৯১টি ম্যাচ হবে। আইএসএল-এ যোগ দিচ্ছে ১৪ দল। আই লিগও ফেব্রুয়ারিতেই শুরু হবে। ভারতীয় ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ লিগে থাকছে ১১টি ক্লাব। আই লিগে হবে মোট ৫৫টি ম্যাচ। কল্যাণ আরও জানিয়েছেন, আইএসএল আয়োজনের জন্য ২৫ কোটি টাকার কেন্দ্রীয় তহবিল তৈরি করা হয়েছে। এর মধ্যে ১০ শতাংশ টাকা দিচ্ছে এআইএফএফ। ৩০ শতাংশ টাকা দেওয়ার কথা বাণিজ্যিক সহযোগী সংস্থার। কিন্তু এখনও পর্যন্ত বাণিজ্যিক সহযোগী না পাওয়ায় সেই টাকা এআইএফএফ-ই দেবে। সবমিলিয়ে আইএসএল-এর জন্য ১৪ কোটি টাকা দিচ্ছে এআইএফএফ। আই লিগের জন্য দেওয়া হচ্ছে ৩.২০ কোটি টাকা। এছাড়া বাণিজ্যিক সহযোগী সংস্থা জোগাড় করার চেষ্টা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


