
East Bengal FC: কয়েকদিন আগেই জানা গিয়েছিল ওড়িশা এফসি (Odisha FC) ছেড়ে ইস্টবেঙ্গলে আসছেন অভিজ্ঞ উইঙ্গার জেরি মাওয়িমিংথাঙ্গা (Jerry Mawihmingthanga)। শনিবার লাল-হলুদ ম্যানেজমেন্টের পক্ষ থেকে সরকারিভাবে সে কথা ঘোষণা করা হল। ২৮ বছর বয়সি এই উইঙ্গার ১৭ নম্বর লাল-হলুদ জার্সি পরে এবারের আইএসএল-এ (Indian Super League 2026) খেলবেন। আইএসএল-এ যথেষ্ট অভিজ্ঞ জেরি। তিনি ওড়িশা এফসি ছাড়াও নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC), জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) হয়ে খেলেছেন। বিধ্বংসী গতি, ক্ষুরধার ড্রিবলিং এবং মাপা ক্রস এই উইঙ্গারের সবচেয়ে বড় সম্পদ। গত এক দশকে ভারতীয় ফুটবলে অন্যতম ধারাবাহিক উইঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জেরি। তিনি এবার লাল-হলুদ জার্সি পরেও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় ইস্টবেঙ্গল শিবির।
ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর জেরি বলেছেন, ‘ইস্টবেঙ্গলের মতো এক ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। মিজোরামের (Mizoram) বাসিন্দা হওয়ায় আমি শাইলো মালসাওয়ামটুলুঙ্গাকে (Shylo Malsawmtluanga) দেখে বেড়ে উঠেছি। ফলে আমি নিজের আদর্শ ফুটবলারের মতোই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চাইতাম। এবার আমি লাল-হলুদ জার্সি পরার সুযোগ পেয়েছি। ক্লাবকে আইএসএল জেতানোর জন্য আমি সবরকম চেষ্টা করব।’
জেরিকে দলে নেওয়া প্রসঙ্গে ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) বলেছেন, 'জেরিকে সই করানোর মাধ্যমে আমাদের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গিয়েছে। ও ভারতীয় ফুটবলে পরীক্ষিত প্রতিভা। ও গতি, সরাসরি খেলার মাধ্যমে ম্যাচের রং বদলে দিতে পারে। আমরা এমন এক দল গড়তে চাইছি যে দল ব্যক্তিত্ব ও লক্ষ্য নিয়ে খেলবে। জেরি এই ধারণার সঙ্গে পুরোপুরি খাপ খেয়ে যাচ্ছে।'
আইএসএল-এ ১৪১ ম্যাচ খেলে ১৮ গোল করেছেন জেরি। তিনি সতীর্থদের দিয়ে ২২ গোল করিয়েছেন, ১২০ বার গোলের সুযোগ তৈরি করেছেন এবং ৮০ বার সফলভাবে বিপক্ষের ফুটবলারদের ড্রিবল করেছেন। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ পর্যায়ে জাতীয় দলের হয়ে খেলেছেন এই উইঙ্গার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।