Emami East Bengal FC: গত মরসুমের মাঝামাঝি সময়ে ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে যোগ দেন অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। এবার নতুন মরসুম শুরু হওয়ার আগেই তাঁর সঙ্গে নতুন করে এক বছরের চুক্তির কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল।

East Bengal FC Oscar Bruzon: 'আপনি থাকছেন স্যার।' বৃহস্পতিবার প্রধান কোচ অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) জন্মদিনে তাঁকে এই বার্তা দিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। প্রধান কোচের সঙ্গে এক বছরের নতুন চুক্তির কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। নতুন মরসুমে অস্কারের উপরেই ভরসা রাখছে লাল-হলুদ শিবির। গত মরসুমের মাঝামাঝি সময়ে কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) পরিবর্তে ইস্টবেঙ্গলের দায়িত্ব নেন অস্কার। তাঁর কোচিংয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) গ্রুপ এ-র শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় লাল-হলুদ ব্রিগেড। এবার নতুন মরসুমে এএফসি টুর্নামেন্টে খেলবে না ইস্টবেঙ্গল। ঘরোয়া টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সই লাল-হলুদ শিবিরের লক্ষ্য। এক্ষেত্রে অস্কারের উপর ভরসা রাখা হচ্ছে। সদস্য-সমর্থকদের আশা, অস্কারের কোচিংয়ে ভালো পারফরম্যান্স দেখাবে ইস্টবেঙ্গল।

ভালো দল গড়তে পারবে ইস্টবেঙ্গল?

গত মরসুমে আইএসএল-এ সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে না পারলেও, নিজেদের সর্বাধিক ২৮ পয়েন্ট পায় ইস্টবেঙ্গল। প্রথম পাঁচ ম্যাচে দল হেরে যাওয়ার পর দায়িত্ব নেন অস্কার। তাঁর কোচিংয়ে প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) কাছে হেরে যায় ইস্টবেঙ্গল। তবে এরপর লড়াই করে অস্কারের দল। এবার ভালো পারফরম্যান্স দেখাতে পারফরম্যান্স দেখাতে হলে ভালো দল গড়তে হবে। ভালো ভারতীয় ও বিদেশি ফুটবলারদের দলে নিতে হবে। সদস্য-সমর্থকরা আশা করছেন, এবার ভালো দল গড়বে ইস্টবেঙ্গল

নতুন চুক্তি করে খুশি অস্কার

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করার পর অস্কার বলেছেন, ‘আসন্ন মরসুমে ইমামি ইস্টবেঙ্গল এফসি-র সঙ্গে যাত্রা বর্ধিত করতে পেরে আমি রোমাঞ্চিত। গত মরসুমে মন্থরভাবে শুরু করার পর আমাদের জন্য পরিস্থিতি কঠিন ছিল। সেই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমাদের মহান ক্লাবের জয়ের মানসিকতা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। আমাদের অনুগত সমর্থকদের এমন ফল প্রাপ্য নয় যা তাঁদের আবেগ, সহ্যশক্তি ইস্টবেঙ্গলের ঐতিহ্যের প্রতি ভরসার যোগ্য।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।