ISL 2026: ভালোবাসার দিনেই শুরু ফুটবলের উদযাপন! ১৪ ফেব্রুয়ারি মাঠে নামছে মোহনবাগান, ৩ মে কলকাতা ডার্বি

Published : Jan 27, 2026, 02:55 PM ISTUpdated : Jan 27, 2026, 03:13 PM IST
INDIAN SUPER LEAGUE

সংক্ষিপ্ত

ISL 2026: প্রথমদিনই মাঠে নামছে মোহনবাগান। ভ্যালেন্টাইনস ডে তথা ১৪ ফেব্রুয়ারি, মুখোমুখি হচ্ছে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স।

ISL 2026: আসন্ন মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ তথা দেশের অন্যতম সেরা মেগা ফুটবল প্রতিযোগিতা আইএসএল শুরু হতে চলেছে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে (isl 2026 news)। এবার সামনে চলে এলে এই মেগা প্রতিযোগিতার সূচি (isl 2026 schedule)।

মেগা ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল

প্রথমদিনই মাঠে নামছে মোহনবাগান। ভ্যালেন্টাইনস ডে তথা ১৪ ফেব্রুয়ারি, মুখোমুখি হচ্ছে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স। অন্যদিকে, আগামী ৩ মে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে কলকাতা ডার্বি। মেগা ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। 

অপরদিকে, আগামী ১৫ ফেব্রুয়ারি, জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামবে মহামেডান স্পোর্টিং। এরপর ১৬ ফেব্রুয়ারি, যুবভারতীতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড। এবার মোট ৯১টি ম্যাচ খেলা হবে আইএসএলে।

প্রসঙ্গত, আইএসএল-এর ক্লাবগুলি নিজেরা একটি খসড়া সূচি তৈরি করেছে। তবে এই সূচি যদি চূড়ান্ত নাও হয়, তাহলে বড় রদবদলের সম্ভাবনা খুব একটা নেই। মহমেডান তাদের হোম ম্যাচগুলি সম্ভবত জামশেদপুরে খেলবে। প্রথমে অবশ্য ঠিক ছিল, কলকাতা ডার্বি দিয়ে আইএসএল শুরু হবে। তবে পরে ঠিক হয় যে, কয়েকটি ম্যাচের পর ডার্বি রাখা হবে।

টুর্নামেন্টের প্রথম দিন তথা ১৪ ফেব্রুয়ারি

প্রাথমিক সূচি অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম দিন তথা ১৪ ফেব্রুয়ারি, গোয়ায় মুখোমুখি হবে এফসি গোয়া বনাম ইন্টার কাশী। তারপর ১৫ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে এসসি দিল্লি বনাম বেঙ্গালুরু এফসির মধ্যে ম্যাচ রয়েছে। ১৬ ফেব্রুয়ারি, ভুবনেশ্বরে মুখোমুখি হবে ওড়িশা এফসি বনাম পাঞ্জাব এফসি। ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ ফেব্রুয়ারি। দিল্লীর বিরুদ্ধে রয়েছে সেই ম্যাচ। 

তারপর আবার ২৭ ফেব্রুয়ারি, জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে লাল হলুদের। এই দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। তারপর আগামী ৫ মার্চ, এফসি গোয়ার বিরুদ্ধেও কলকাতায় খেলতে নামবে ইস্টবেঙ্গল। ১৪ মার্চ, ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স। ২১ মার্চ, মহমেডান বনাম ইস্টবেঙ্গল। এই ম্যাচটি হবে জামশেদপুরে। এরপর ১১ এপ্রিল, চেন্নাইয়ের মাঠে ম্যাচ হবে ইস্টবেঙ্গল এবং চেন্নাইয়ান এফসির মধ্যে। 

ব্যাক টু ব্যাক ম্যাচ

১৬ এপ্রিল, বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল। ম্যাচটি হবে কলকাতায়। ২৪ এপ্রিল, ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি। ২৮ এপ্রিল, ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল। ৮ মে, ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি।তবে ইন্টার কাশীর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচের দিন ধার্য হয়নি।

অপরদিকে, মোহনবাগানের দ্বিতীয় ম্যাচটি রয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি। চেন্নাইয়ানের সঙ্গে রয়েছে এই ম্যাচটি। ২৮ ফেব্রুয়ারি, জামশেদপুরের মাঠে তাদের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। ৬ মার্চ, ভুবনেশ্বরে খেলা হবে মোহনবাগান বনাম ওড়িশা এফসির মধ্যে। ১৪ মার্চ, বেঙ্গালুরু এফসি বনাম মোহনবাগান। বেঙ্গালুরুতেই খেলা হবে। 

২০ মার্চ, কলকাতায় মুখোমুখি হবে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি। ৪ এপ্রিল, সবুজ মেরুনের প্রতিপক্ষ জামশেদপুর। ১২ এপ্রিল, পাঞ্জাব এফসি বনাম মোহনবাগান। ১৯ এপ্রিল, গুয়াহাটিতে সবুজ মেরুনের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। এরপর ২৬ এপ্রিল, কলকাতায় ইন্টার কাশীর সঙ্গে ম্যাচ রয়েছে তাদের। ৯ মে, গোয়াতে খেলা হবে মোহনবাগান বনাম এফসি গোয়া। তবে দিল্লীর সঙ্গে ম্যাচের দিনটি এখনও ঠিক করা হয়নি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফুটবল ২০২৬ বয়কট করুন', আহ্বান প্রাক্তন ফিফা প্রেসিডেন্টের
বিশ্বকাপ ফুটবল ২০২৬: অফিসিয়াল ম্যাচ বলের নাম, বিশেষত্ব কী? জেনে নিন বিস্তারিত