পরবর্তী লক্ষ্য সুপার কাপ, আগামী মরসুমে আরও শক্তিশালী দল হবে, জানালেন সঞ্জীব গোয়েঙ্কা

আইএসএল চ্যাম্পিয়ন হয়ে গোয়া থেকে কলকাতায় ফিরে উচ্ছ্বাসে ভাসছে সবুজ-মেরুন শিবির। ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ-সহ দলের সবাই সমর্থকদের আবেগের বিস্ফোরণ দেখে অনুপ্রাণিত।

প্রথমবার আইএসএল জয় এটিকে মোহনবাগানের। স্বভাবতই উচ্ছ্বসিত সদস্য-সমর্থকরা। বিমানবন্দর থেকে আলিপুর, ক্লাব তাঁবু, সর্বত্র দেখা গেল আবেগ-উচ্ছ্বাসের ছবি। বিমানবন্দরে সবুজ-মেরুন যোদ্ধারা পা রাখার অনেক আগে থাকতেই শুরু হয়ে গিয়েছিল উৎসব। সবুজ-মেরুন আবিরে অকাল দোলযাত্রা চলছিল। ফুটবলাররা পৌঁছতেই উৎসব অন্য মাত্রা পায়। একে একে ফুটবলারদের নামে জয়ধ্বনি, 'জয় মোহনবাগান' বলে গগনভেদী চিৎকার সবাই উপভোগ করছিলেন। গোয়ার গ্যালারিতেও অনেক সবুজ-মেরুন সমর্থক ছিলেন। কিন্তু কলকাতার পরিবেশ অন্যরকম। সমর্থকদের জন্যই তো খেলেন ফুটবলাররা। সেই সমর্থকদের এই আবেগ কোচ-ফুটবলারদেরও ছুঁয়ে গেল। সবাই এবার সুপার কাপের জন্য তৈরি হচ্ছেন। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সুপার কাপও সবুজ-মেরুন তাঁবুতে আনাই হুয়ান ফেরান্দোর দলের লক্ষ্য। এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সেটা বলেও দিলেন। একবার সাফল্য পেয়েই থেমে থাকতে নারাজ মেরিনার্সরা। ধারাবাহিকভাবে সাফল্য পাওয়াই সবুজ-মেরুন ব্রিগেডের লক্ষ্য। সেভাবেই তৈরি হচ্ছে দল।

রবিবার চ্যাম্পিয়ন দল কলকাতায় পৌঁছনোর পর বিমানবন্দর থেকে বেরিয়ে সমর্থকদের ভালোবাসার অত্যাচার, যানজট পেরিয়ে দুপুরে যায় দক্ষিণ কলকাতার আলিপুরে আরপিএসজি হাউসে। সেখানেই মধ্যাহ্নভোজ সারেন দলের সবাই। গোয়েঙ্কার পাশাপাশি ছিলেন উৎসব পারেখ। মঞ্চে কোচ-ফুটবলারদের উপস্থিতিতে আইএসএল ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে চ্যাম্পিয়ন দল। সবচেয়ে বেশি উচ্ছ্বাস ছিল কোচ ফেরান্দো, অধিনায়ক প্রীতম কোটাল, গোলকিপার বিশাল কাইথ ও অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রি পেট্রাটসকে নিয়ে।

Latest Videos

গোয়েঙ্কা বললেন, ‘এটা ঐতিহাসিক জয়। আমাদের পাশে থাকুন, সমর্থন করে যান। আমরা আরও সাফল্য পাব। পরের মরসুমে এই দলই ধরে রাখব। চ্যাম্পিয়ন দল ছেড়ে কেউ চলে যাবে কেন? দল ভাঙার প্রশ্নই নেই। আমি শুধু পরিবর্তনের জন্যই পরিবর্তন করার পক্ষে না। তবে পরের মরসুমে দল যাতে আরও শক্তিশালী হয় সেই চেষ্টা করা হবে।’ 

গোয়েঙ্কা আরও জানালেন, 'এবারের মরসুমের শুরুতেই আমি ঠিক করে নিয়েছিলাম দলের নাম বদল করা হবে। দল চ্যাম্পিয়ন হলে সেই ঘোষণা করব, এমনই পরিকল্পনা ছিল। আমাদের সবারই আশা ছিল দল চ্যাম্পিয়ন হবে। আমরা সবাই আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু খেলার কথা তো কিছু বলা যায় না। খেলায় যে কোনও ফল হতে পারে। দল চ্যাম্পিয়ন হওয়ার পর এটিকে মোহনবাগান নাম বদলে মোহনবাগান সুপার জায়ান্টস করার কথা ঘোষণা করে আমার খুব আনন্দ হচ্ছে।'

সবুজ-মেরুন কোচ বললেন, 'এই সাফল্যের কৃতিত্ব সবার। ফুটবলাররা যেমন ভালো পারফরম্যান্স দেখিয়েছে, তেমনই সাপোর্ট স্টাফরাও নিজেদের কাজটা ভালোভাবে করেছে।'

অধিনায়ক প্রীতম বললেন, 'চ্যাম্পিয়ন হয়ে আমরা সবাই খুব খুশি। দলের সবারই অবদান রয়েছে। আমাদের কাজটা মোটেই সহজ ছিল না। কিন্তু আমাদের নিজেদের উপর বিশ্বাস ছিল। লড়াই করে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।'

আরও পড়ুন-

আইএসএল চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় ফিরল মোহনবাগান দল, বাঁধ ভাঙা উচ্ছ্বাস সমর্থকদের

আর এটিকে মোহনবাগান নয়, পরের মরসুম থেকে মোহনবাগান সুপার জায়ান্টস, ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

ISL Final: টাইব্রেকারে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন