সংক্ষিপ্ত
গত এক দশকে ইস্টবেঙ্গলে কোচ বদল নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোনও কোচই দেড় বা দুই মরসুমের বেশি থাকতে পারেননি। ফের কি ইস্টবেঙ্গলের কোচ বদল হবে?
ইস্টবেঙ্গল সমর্থকরা গত এক দশকের বেশি সময় ধরে যে কথা বলে আসছেন, সেটাই এবার প্রকাশ্যে বলে দিলেন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে চলতি আইএসএল-এ দলের ব্যর্থতার জন্য নিজেদের সবাইকেই দায়ী করলেন অস্কার। তিনি নিজে যেমন দায় নিলেন, তেমনই ম্যানেজমেন্টকেও দায় নিতে বললেন। শুক্রবার বিকেলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দলের অনুশীলনের সময় বিক্ষোভ দেখান। বেশ কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক। তাঁরা শীর্ষকর্তা দেবব্রত সরকার, চিফ টেকনিক্যাল অফিসার অময় ঘোষালকে নিশানা করেন। কোচ-ফুটবলাররাও বিক্ষোভের মুখে পড়েন। সমর্থকদের এই ক্ষোভ সঙ্গত বলেই মনে করছেন অস্কার। তিনি স্পষ্ট বলেছেন, দলের এই ব্যর্থতায় লজ্জিত।
কী বার্তা ইস্টবেঙ্গল কোচের?
অস্কার বলেছেন, 'ইস্টবেঙ্গল এখন যে জায়গায় আছে, তাতে কেউই খুশি নয়। আগামী মরসুমের জন্য যখন পরিকল্পনা করা হবে, তখন আশা করি দল যাতে ট্রফির লড়াইয়ে থাকতে পারে সেটা নিশ্চিত করা হবে। সমর্থকদের ক্ষোভ থাকতেই পারে। আমাদের ক্লাবে সব জায়গাতেই সমস্যা আছে। এই কারণেই সমর্থকরা প্রতিবাদ জানাচ্ছেন। আমাদের আত্মসমালোচনা করতে হবে। নিজেদের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে হবে। আমরা যদি টানা ম্যাচ হারতে থাকি, লিগ টেবলে সবার শেষে থাকি, তাহলে এই ক্লাবে থাকার অধিকার নেই। এটা কোচ, খেলোয়াড়, ম্যানেজমেন্ট, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এটাই বাস্তব। আমরা সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারছি না।' এই ক্লাবের যে জায়গায় থাকার কথা, সেটা আমরা করতে পারছি না। আমাদের সমালোচনা মেনে নিতেই হবে। আমাদের কিছু বলার নেই।'
রবিবারের ম্যাচের আগে চাপে ইস্টবেঙ্গল?
চলতি আইএসএল-এ প্রথম লেগে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচের ৩০ মিনিটের মধ্যে ৯ জনে হয়ে যাওয়ার পরেও লড়াই করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু রবিবারের ম্যাচের আগে কি চাপ বেড়েছে? অস্কার অবশ্য সে কথা মানতে নারাজ। তাঁর বক্তব্য, 'এটা চাপ নয়, অনুপ্রেরণা। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে হবে। আমরা যে জায়গায় আছি, তাতে ফুল, ইতিবাচক মন্তব্য পেতে পারি না।' সমর্থকদের যন্ত্রণা বুঝতে পারছেন অস্কার। তা সত্ত্বেও তিনি সমর্থকদের ক্লাবের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। কিন্তু কোচ যেভাবে ব্যর্থতার দায় নিলেন, ম্যানেজমেন্ট কিন্তু সেটা করছে না। এর ফলেই ইস্টবেঙ্গলের সমস্যা মিটছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
শীর্ষকর্তা-সিটিও-র বিরুদ্ধে ইস্টবেঙ্গল সমর্থকদের বিক্ষোভ, ছাড় পেলেন না কোচ-ফুটবলাররাও
মাঠে এল না ডায়মন্ড হারবার এফসি, কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল?
'ব্যক্তি আক্রমণকে সমর্থন নয়,' বিবৃতি ম্যানেজমেন্টের, ইস্টবেঙ্গলে সমর্থকদের আবেগের গুরুত্ব নেই?