সমস্যার শেষ হচ্ছে না ইস্টবেঙ্গলে। একে তো দল ডার্বি হেরে কোণঠাসা, এরই মধ্যে ধাক্কা দিল গোলকিপারের চোট।
গত মরসুমে ইস্টবেঙ্গলের অন্যতম সেরা গোলকিপার ছিলেন শুভম সেন। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দল যখন প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে, তখন চোট পাওয়া অরিন্দম ভট্টাচার্যর বদলে মাঠে নামেন এই তরুণ গোলকিপার। সেই ম্যাচে তিনি আর গোল খাননি। এরপর আরও কয়েকটি ম্যাচে সুযোগ পান শুভম। তিনি ভাল পারফরম্যান্সই দেখান। কিন্তু এবার মরসুমের শুরুতে তাঁকে দলে রাখেনি লাল-হলুদের নতুন ম্যানেজমেন্ট। তবে মরসুমের মাঝপথে শুভমকে ফেরাতেই হল। ইস্টবেঙ্গলের গোলকিপার নবীন কুমার হাঁটুর চোটের জন্য ছিটকে গিয়েছেন। এই মরসুমে আর তাঁর পক্ষে মাঠে নামা সম্ভব হবে না। সেই কারণে তাঁর পরিবর্ত হিসেবে শুভমকে দলে নেওয়া হল। লাল-হলুদের অনুশীলনে যোগ দিয়েছেন শুভম। কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল প্রথম যে গোল খায়, তার জন্য সম্পূর্ণ দায়ী গোলকিপার কমলজিৎ সিং। তিনি একটি সোজা শট সেভ বা গ্রিপ করতে না পেরে উল্টে বলটাকে জালে জড়িয়ে যেতে সাহায্য করেন। এই গোল হজম করার পর কমলজিতের পক্ষে এক নম্বর গোলকিপার হিসেবে থাকা কঠিন। তাঁর বদলে শুভম খেলার সুযোগ পেতে পারেন।
আইএসএল-এ ইস্টবেঙ্গলের পরের ম্যাচ শুক্রবার। ঘরের মাঠে লাল-হলুদের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। এটিকে মোহনবাগানকে কলকাতায় এসে ২-১ গোলে হারিয়ে দিয়ে গিয়েছিল চেন্নাই। ফলে এই দলটার বিরুদ্ধে স্টিফেন কনস্টানটাইনের ছেলেদের সতর্ক থাকতেই হবে। এবারের আইএসএল-এ এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে লাল-হলুদের পয়েন্ট মাত্র ৩। নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় পাওএয়া ছাড়া বাকি ৩ ম্যাচই হেরে গিয়েছেন ক্লেটন সিলভা, কিরিয়াকুরা। ইস্টবেঙ্গল এখন লিগ টেবলে ৯ নম্বরে। এই অবস্থা থেকে লিগ টেবলে উপরের দিকে যেতে হলে চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে জেতা ছাড়া উপায় নেই। তবে কাজটা মোটেই সহজ নয়। ডার্বি হারার পর লাল-হলুদ শিবিরের পরিস্থিতি উত্তপ্ত। সমর্থকরা প্রচণ্ড ক্ষুব্ধ। ফুটবলারদের মনোবলও তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে ৩ পয়েন্ট অবশ্য দলের মনোবল বাড়াতে পারে। কিন্তু চেন্নাইও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। তাই জিততে হলে ইস্টবেঙ্গল ফুটবলারদের সেরা খেলা খেলতে হবে।
এদিকে, ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে খবর, মঙ্গলবার বৈঠকে বসতে পারেন প্রাক্তন ফুটবলাররা। এই বৈঠকে যেমন আইএসএল-এ দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হবে, তেমনই জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো খুললে কয়েকজন নতুন ফুটবলারকে দলে নেওয়ার পরামর্শও দেওয়া হতে পারে।
আরও পড়ুন-
দলের হার কি সহ্য করতে পারলেন না জয়শঙ্কর? ডার্বি ম্যাচে গ্যালারিতে হৃদরোগে প্রয়াণ লাল-হলুদ সমর্থকের
সবুজ-মেরুন ঝড়ে বিপর্যস্ত লাল-হলুদ, ২-০ গোলে জয় এটিকে মোহনবাগানের
ইরাকের বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণ, মৃত অন্তত ১০, আহত ২০