সংক্ষিপ্ত

গোয়ার ধারা বজায় রইল কলকাতাতেও। মাঠ বদলালেও, খেলার গতির পরিবর্তন হল না। সহজেই ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল এটিকে মোহনবাগান।

ফের কলকাতা ডার্বির রং সবুজ-মেরুন। আইএসএল-এ গত ২ মরসুমে ৪ ম্যাচ জেতার পর এবারের আইএসএল-এও প্রথম সাক্ষাৎকারেই ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল এটিকে মোহনবাগান। গোল করলেন হুগো বুমোস ও মনবীর সিং। এদিন প্রথমার্ধে দুর্দান্ত লড়াই হয়। তবে বিরতি পর্যন্ত গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই কর্নার পায় ইস্টবেঙ্গল। তবে সেই আক্রমণ থেকে কিছু হয়নি। ৪৭ মিনিটে কর্নার পায় এটিকে মোহনবাগান। এই আক্রমণও প্রতিহত হয়। প্রথমার্ধে শুরুর দিকে গুটিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ করতে থাকে ইস্টবেঙ্গল। ৫৪ মিনিটে মহেশের ক্রস কোনওরকমে বের করে দেয় বাগান রক্ষণ। কর্নার পায় ইস্টবেঙ্গল। তবে এবারও গোল হয়নি। ৫৬ মিনিটে প্রথম গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন বুমোস। ইস্টবেঙ্গল গোলকিপার কমলজিতের ভুলেই গোল হয়। এই শট সেভ করা উচিত ছিল। শটটি সোজা ইস্টবেঙ্গল গোলকিপারের দিকেই আসছিল। কিন্তু তিনি বল থেকে চোখ সরিয়ে নেন। বল ধরার বদলে বোধহয় তিনি সেভ করার চেষ্টা করেন। বল তাঁর হাতে লেগে জালে জড়িয়ে যায়। ৬৫ মিনিটে দ্বিতীয় গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর। এবারও ইস্টবেঙ্গল গোলকিপারের হাতে লেগে বল জালে জড়িয়ে যায়।

২ গোলে পিছিয়ে পড়ে আর ইস্টবেঙ্গলের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব ছিল না, সেটা হয়ওনি। পরপর ফুটবলার পরিবর্তন করে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন। ৭০ মিনিটে ভি পি সুহেরের বদলে মাঠে নামেন অনিকেত যাদব। এরপর ইভান গঞ্জালেজের বদলে মাঠে নামেন এলিয়ান্দ্রো এবং সেমবোই হাওকিপের বদলে মাঠে নামেন সৌভিক চক্রবর্তী। এটিকে মোহনবাগানও ২ গোলে এগিয়ে যাওয়ার পর ফুটবলার বদল করে। ৬৭ মিনিটে লিস্টন কোলাসোর বদলে মাঠে আসেন লেনি রডরিগেজ এবং দীপক টাংরির বদলে মাঠে নামেন আশিক কুরুনিয়ান। ৮১ মিনিটে বুমোসকে তুলে কার্ল ম্যাকহিউকে মাঠে নামান বাগান কোচ হুয়ান ফেরান্দো। এরপর জনি কাউকোর বদলে মাঠে নামেন ফ্লোরেনটিন পোগবা। ইস্টবেঙ্গলও ফের ফুটবলার বদল করে। নাওরেম মহেশ সিংয়ের বদলে মাঠে যান তুহিন দাস। ৮৩ মিনিটে জর্ডান ও'ডোহার্টির বদলে মাঠে নামেন অ্যালেক্স লিমা।

ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ছিলেন কমলজিৎ, সার্থক, লালচুংগুঙ্গা, ইভান, জেরি, কিরিয়াকু, জর্ডান, মহেশ, হাওকিপ, ক্লেটন ও সুহের। আইএসএল-এ ২৬ ম্যাচ পর টানা ২ ম্যাচে একই প্রথম একাদশ ছিল ইস্টবেঙ্গলের। এটিকে মোহনবাগানের প্রথম একাদশে ছিলেন বিশাল, প্রীতম, হ্যামিল, শুভাশিস, আশিস, কাউকো, বুমোস, টাংরি, লিস্টন, মনবীর ও দিমিত্রিওস। ৪-৩-৩ ফর্মেশনে খেলা শুরু করে এটিকে মোহনবাগান। ইস্টবেঙ্গল খেলা শুরু করে ৪-৪-২ ফর্মেশনে। পরিবর্তিত সময় ৭টা ৫০ থেকে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, শুরু হল ৭টা ৫৭ মিনিট থেকে। ম্যাচ দেরিতে শুরু হয়, গোলও আসে দেরিতে। তবে এটিকে মোহনবাগানের জয় আটকায়নি।

আরও পড়ুন - 

২০ মিনিট দেরিতে শুরু হচ্ছে কলকাতা ডার্বি

শেষমুহূর্তে টিকিটের হাহাকার, কলকাতা ডার্বি নিয়ে তুঙ্গে উত্তেজনা

যুবভারতীতে জমজমাট লড়াই, কলকাতা ডার্বির প্রথমার্ধ গোলশূন্য