ইস্টবেঙ্গলের দায়িত্বে আইএসএল চ্যাম্পিয়ন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা

আইএসএল-এ টানা ব্যর্থতার পর কি ঘুরে দাঁড়াতে পারবে ইস্টবেঙ্গল? চলতি মরসুম শেষ হওয়ার আগেই আগামী মরসুমের দল গঠনের জন্য তৎপরতা শুরু হয়েছে। ফলে আশায় লাল-হলুদ জনতা।

একাধিক নামই শোনা যাচ্ছিল। কিন্তু পরবর্তী কোচ হিসেবে মুম্বই সিটি এফসি-কে আইএসএল চ্যাম্পিয়ন করানো স্প্যানিশ কোচ সার্জিও লোবেরাকেই চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল। যদিও এখনও সরকারিভাবে কোচ হিসেবে লোবেরার নাম ঘোষণা করা হয়নি। সেটা হয়তো সুপার কাপের আগে বর্তমান কোচ স্টিফেন কনস্টানটাইনের মনঃসংযোগে বিঘ্ন না ঘটানোর কৌশল হতে পারে। কিন্তু বিশাল অঘটন ছাড়া আগামী মরসুমে লাল-হলুদের প্রধান কোচ হিসেবে লোবেরাকেই দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, 'লোবেরার সঙ্গে আমাদের কথা চলছে। আমরা যেমন ওকে কোচ হিসেবে নিতে আগ্রহী, তেমনই ও এখানে আসতে রাজি। ফলে অন্য যে নামগুলি নিয়ে আমরা ভাবছিলাম, সেগুলি নিয়ে এখন আর আলোচনা করার প্রশ্ন নেই। তবে লোবেরার সঙ্গে এখনও চুক্তি হয়নি। তাই ও আমাদের কোচ হয়ে গিয়েছে, এটা বলা যাবে না।'

ভারতীয় ফুটবলে লোবেরা পরিচিত নাম। দুর্দান্ত সাফল্য পেয়েছেন এই স্প্যানিশ কোচ। লোবেরার কোচিংয়ে ২০১৯-১০ মরসুমের আইএসএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখায় এফসি গোয়া। সেই মরসুমেই সুপার কাপ চ্যাম্পিয়ন হয় গোয়া। এরপর মুম্বই সিটি এফসি-র দায়িত্ব নেন লোবেরা। তাঁর কোচিংয়ে ২০২০-২১ মরসুমে আইএসএল-এ লিগ পর্যায়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকার পর চ্যাম্পিয়ন হয় মুম্বই। এরপর চিনের একটি ক্লাবে কোচিং করাতে যান লোবেরা। সেখান থেকেই তিনি আসছেন লেসলি ক্লডিয়াস সরণিতে।

Latest Videos

লোবেরার মতো হাই-প্রোফাইল কোচ আসার খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় নতুন কোচকে নিয়ে অসংখ্য পোস্ট দেখা যাচ্ছে। লাল-হলুদ জনতার চাহিদা, এবার ভালো দল গঠন করতে হবে। লোবেরা এখনও ফুটবলারদের তালিকা দেননি বলেই জানিয়েছেন লাল-হলুদ কর্তারা। তবে তাঁরা ইঙ্গিত দিয়েছেন, কোচের পরামর্শেই দল গঠন করা হবে।

গড়ের মাঠে ফিসফাস শোনা যাচ্ছে, মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দোর সঙ্গে হুগো বুমোসের সম্পর্ক ভালো নয়। আইএসএল ফাইনালে তাঁদের মধ্যে নাকি উত্তপ্ত বাক্যবিনিময় হয়। মোহনবাগান দল আইএসএল জিতে কলকাতায় ফেরার পর বুমোসকে মুখ গোমড়া করে থাকতে দেখা গিয়েছিল। দলের বাকিরা যখন উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, তখন বুমোস একপাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন। এই তারকা যদি দল ছাড়েন তাহলে তাঁকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে লাল-হলুদ। এফসি গোয়ার তারকা এডু বেদিয়াকেও আগামী মরসুমে লাল-হলুদ জার্সি পরতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন-

শনিবার শুরু সুপার কাপের গ্রুপ পর্ব, এই তারকাদের উপর নজর থাকবে ফুটবলপ্রেমীদের

লোভনীয় প্রস্তাব আল-হিলালের, সাড়া দিলেই বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার মেসি

সাপ ধরার প্রশিক্ষণ নিচ্ছে বাইচুং ভুটিয়ার ছেলে ইউজেন

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী