Super Cup 2023: শনিবার শুরু সুপার কাপের গ্রুপ পর্ব, নজর থাকবে এই ফুটবলারদের উপর

ভারতীয় ফুটবলের চলতি মরসুমের শেষ টুর্নামেন্ট সুপার কাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু হল সোমবার। শনিবার শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহ রয়েছে ফুটবলপ্রেমীদের।

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। গোয়ায় বেঙ্গালুরু এফসি-কে টাইব্রেকারে হারিয়ে কলকাতায় ফেরার পর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, এবার সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়াই তাঁদের লক্ষ্য। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে দল। আইএসএল-এ সবুজ-মেরুনের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রিয়স পেট্রাটস। মরসুমের মাঝপথে দলে যোগ দিয়ে ৯ গোল করেন এই স্ট্রাইকার। আইএসএল ফাইনালেও অসাধারণ পারফরম্যান্স দেখান পেট্রাটস। সুপার কাপেও ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে চান এই স্ট্রাইকার। দলের সাফল্য অনেকটাই নির্ভর করছে তাঁর উপর। দলকে ফের সাফল্য এনে দিতে তৈরি সবুজ-মেরুন সমর্থকদের প্রিয় দিমি।

এবারের আইএসএল-এও পয়েন্ট তালিকায় শেষের দিকেই ছিল ইস্টবেঙ্গল। কিন্তু দলের সামগ্রিক ব্যর্থতার মধ্যেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা। তিনি ১২ গোল করে যুগ্মভাবে সর্বাধিক গোলদাতা হন। আইএসএল-এ ভালো পারফরম্যান্স দেখানোর পর এবার সুপার কাপেও ভালো পারফরম্যান্স দেখাতে চান ক্লেইটন। সুপার কাপে লাল-হলুদের পারফরম্যান্স এই স্ট্রাইকারের উপরেই নির্ভর করছে।

Latest Videos

নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র তাজিকিস্তানের সেন্টার-ব্যাক অ্যালিশার খলমারোডভ বেশ ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। এই ফুটবলার ফুল-ব্যাক, এমনকী সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার তাজিকিস্তানের একাধিক ক্লাবে খেলেছেন। এবার ভারতীয় ফুটবলেও ছাপ ফেলতে চান এই ডিফেন্ডার।

ওড়িশা এফসি-র ব্রাজিলিয়ান স্ট্রাইকার দিয়েগো মরিসিও এবারের আইএসএল-এ ১২ গোল করেছেন। মূলত এই স্ট্রাইকারের জন্যই প্রথমবার প্লে-অফের যোগ্যতা অর্জন করে ওড়িশা এফসি। এবার সুপার কাপেও ভালো পারফরম্যান্স দেখাতে চান মরিসিও।

রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে আই লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন স্লোভেনিয়ার স্ট্রাইকার লুকা মায়চেন। তিনিই আই লিগের সেরা ফুটবলার ও সর্বাধিক গোলদাতা হন। আই লিগে ১৬ গোল করেছেন এই স্ট্রাইকার। আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আগামী মরসুমে আইএসএল-এ খেলবে রাউন্ডগ্লাস পাঞ্জাব। তার আগে সুপার কাপেও ভালো পারফরম্যান্স দেখাতে চান লুকা।

কেরালা ব্লাস্টার্সের হয়ে আইএসএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিস দায়ামান্তাকস। তিনি আইএসএল-এ ১০ গোল করেন। সুপার কাপে অ্যাড্রিয়ান লুনাকে পাচ্ছে না কেরালা। ফলে দায়ামান্তাকসের উপর অনেকটাই নির্ভর করবে কেরালা।

কলম্বিয়ার স্ট্রাইকার হুয়ান ডেভিড কাস্তানেদা এবারের আই লিগে শ্রীনিধি ডেকানের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তিন ১৫ গোল করেন। লাতিন আমেরিকার স্ট্রাইকাররা সাধারণত যেমন হন, ঠিক সেরকমই কাস্তানেদা। সুপার কাপেও গোলের জন্য তাঁর দিকে তাকিয়ে দল।

মুম্বই সিটি এফসি-র লালিয়ানজুয়ালা ছাংতে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। আইএসএল-এ ধারাবাহিকভাবে ভালো খেলছেন এই তরুণ। তিনি গোল্ডেন বল জিতেছেন। এবার সুপার কাপেও ভালো পারফরম্যান্স দেখাতে চান ছাংতে।

গোকুলাম কেরালা এফসি-র হয়ে আই লিগে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ক্যামেরুনের ডিফেন্ডার অ্যামিনু বুবা। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার আই লিগের সেরা ডিফেন্ডার হয়েছেন। এবার সুপার কাপেও দলের রক্ষণকে নির্ভরতা দিতে চান বুবা।

এবার আইএসএল ফাইনালে গোল করেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি সুনীল ছেত্রী। সুপার কাপে সেই আফশোস দূর করতে চান ভারতীয় দলের অধিনায়ক। ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণর পাশাপাশি সুনীলই বেঙ্গালুরু এফসি-র ভরসা।

আরও পড়ুন-

সাপ ধরা শিখছে বাইচুং ভুটিয়ার ছেলে ইউজেন

আল-হিলালে যোগ দিলেই বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হবেন লিওনেল মেসি

সুনীল-সন্দেশের গোলে কিরগিজ প্রজাতন্ত্রকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী