East Bengal: আত্মতুষ্টির জের? নর্থইস্ট ইউনাইটেড এফসি-র কাছে হার ইস্টবেঙ্গলের

সংক্ষিপ্ত

কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে সুখের সাগরে ভাসছিল ইস্টবেঙ্গল। শনিবার গুয়াহাটিতে জোর ধাক্কা খেল কার্লেস কুয়াদ্রাতের দল।

আইএসএল ও কলিঙ্গ সুপার কাপ মিলিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকার পর হার মানল ইস্টবেঙ্গল। শনিবার আইএসএল-এ অ্যাওয়ে ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ২-৩ হেরে গেল কার্লেস কুয়াদ্রাতের দল। এই হারের ফলে চলতি আইএসএল-এ সুপার সিক্সের যোগ্যতা অর্জনের দৌড়ে পিছিয়ে পড়ল লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার ঘরের মাঠে শক্তিশালী মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে কার্ড সমস্যায় খেলতে পারবেন না দলের প্রধান ভরসা ক্লেইটন সিলভা। ফলে কুয়াদ্রাতের সমস্যা বাড়ল। শনিবারের হারের সদস্য-সমর্থকরা হতাশ হলেও, তাঁরা খারাপ দিন হিসেবেই মেনে নিচ্ছেন। কিন্তু মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও জয় না এলে অসন্তোষ বাড়বে। 

শুরুতে ছন্নছাড়া ফুটবলের খেসারত দিল ইস্টবেঙ্গল

Latest Videos

চোটের জন্য সল ক্রেসপো না থাকায় এদিন প্রথম একাদশে ৩ বিদেশিকে রাখেন কুয়াদ্রাত। সৌভিক চক্রবর্তী কার্ড সমস্যায় খেলতে পারেননি। ফলে ম্যাচের শুরুতেই মাঝমাঠের দখল হারায় ইস্টবেঙ্গল। ম্যাচের চতুর্থ মিনিটেই সায়ন বন্দ্যোপাধ্যায় ও মহম্মদ রাকিপের ভুল বোঝাবুঝিতে প্রথম গোল পেয়ে যায় নর্থইস্ট। নেস্টর অ্যালবিয়াকের ক্রস থেকে গোল করেন টমি জুরিচ। ১৪ মিনিটে লালচুংনুঙ্গার পাশ দিয়ে গোল করে যান নেস্টর। রাকিপ ও সায়ন একেবারেই ছন্দে ছিলেন না। ফলে তাঁদের দিক দিয়েই নর্থইস্টের যাবতীয় আক্রমণ হচ্ছিল। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের খেলা দানা বাঁধেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও লাভ হল না।

হার দিয়ে শুরু ভিক্টর-ফেলিসিওর

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার লক্ষ্যে নতুন ২ বিদেশি ফেলিসিও ব্রাউন ফোর্বস ও ভিক্টর ভাজকুয়েজকে নামান কুয়াদ্রাত। ৫৩ মিনিটে নন্দকুমার শেখরের গোলে ব্যবধান কমে। কিন্তু ৬৬ মিনিটে ডান পায়ের অসাধারণ সোয়ার্ভিং শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন টমি। এরপর ৮২ মিনিটে লাল-হলুদ জার্সিতে প্রথম গোল করেন ফেলিসিও। ভিক্টরও প্রথম দিন ভালো কিছু টাচ দেখান। কিন্তু সমতা ফেরাতে পারল না ইস্টবেঙ্গল। মুম্বইয়ের বিরুদ্ধে শুরু থেকে খেললে হয়তো ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন ভিক্টর ও ফেলিসিও।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Suryakumar Yadav: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তির সঙ্গে জার্সি বিনিময় সূর্যকুমারের

Football News: ফুটবলে চালু হচ্ছে নতুন রঙের কার্ড, বদলাচ্ছে খেলার নিয়ম

Lionel Messi: বিদেশি ষড়যন্ত্রে হংকং একাদশের বিরুদ্ধে খেলেননি মেসি! বিস্ফোরক অভিযোগ চিনের

Share this article
click me!

Latest Videos

'আগুন লাগিয়ে দে বলা চাকরিহারা আসলে তৃণমূলের কর্মী', কসবা কাণ্ডে বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার
'আমাদের হাতে একদিন ছেড়ে দিক সিদ্দিকুল্লাকে এমন টাইট দেব বাংলাদেশ পালিয়ে যাবে', বিস্ফোরক সুকান্ত